সংবাদ শিরোনামঃ
জনগনের সুস্বাস্থ্যের জন্য চাই নিরাপদ খাদ্য রায়পুরে  সন্ত্রাসী তান্ডব চালিয়ে লুটপাট ও মাছ ঘাট দখলের অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ইউনিয়ন বিএনপির মাধ্যমে পানিবন্ধীদের ত্রান বিতরন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন “ লক্ষ্মীপুরে কলেজ অধ্যক্ষের অপসারণ চেয়ে শিক্ষক- কর্মচারীদের বিক্ষোভ বাংলাদেশের মুমূর্ষু শিশু শুভমকে নতুন জীবন দিয়েছেন ভারতের ডাঃ সঞ্জীব দেববর্মণ কোটা আন্দোলনে মৃত্যুর সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি রায়পুরে কিশোরী অপহরণ মামলায় দীপেন ও জহির গ্রেপ্তার  লক্ষ্মীপুর পৌরসভার সড়কের পাশে আবর্জনার স্তূপ, নির্গত দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ লক্ষ্মীপুরে শিক্ষক- শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ
লক্ষ্মীপুরের দালাল বাজারে আলিফ -মীম হাসপাতালের উদ্ধোধন ?

লক্ষ্মীপুরের দালাল বাজারে আলিফ -মীম হাসপাতালের উদ্ধোধন ?

মিজানুর শামিমঃ

লক্ষ্মীপুরের দালালবাজারে একটি বেসরকারি হাসপাতাল উদ্ধোধন লক্ষ্যে বৃহস্পতিবার এক আলোচনা অনুষ্ঠান হয়। ১২ নভেম্বর সকাল দশটায় সদর উপজেলার উপশহর দালাল বাজারের পশ্চিম মাথা তেমুহনী সংলগ্ন আলিফ-মীম টাওয়ারে “আলিফ-মীম হাসপাতাল প্রাঃ লিঃ” নামে হাসপাতালটি চালুর অপেক্ষায় রয়েছে।

অনুষ্ঠান শুরুতে কোরআন তেলোয়াত করেন- কাব হোসেন আদিব।

জানা যায়, আগামী ১ জানুয়ারী সম্ভাব্য ৫০ বেডের এ হাসপাতালে সকল ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান এর ব্যবস্হাপনা পরিচালক আমির হোসেন।

এতে দক্ষিণ হামছাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী।

দালাল বাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইফতেখার আরিপের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, দালাল বাজার ডিগ্রি কলেজের প্রিন্সিপাল শাহ আলম, দালাল বাজার কলেজের শিক্ষক- রেজাউল করিম, সাবেক মৎস্য কর্মকর্তা- রুহুল আমিন মিয়া, চিকিৎসক- মহিউদ্দিন (রামগঞ্জ), নন্দনপুর দাখিল মাদ্রাসার সুপারইনটেন্ডেন্ট মাওলানা আতিকুর রহমান, সমাজ সেবক- আজাদ কবির রানু, সমাজ সেবক ও রাজনীতিবিদ- একেএম ফরিদউদ্দিন, জেলা পরিষদ সদস্য- সাখাওয়াত হোসেন আরিফ, দালাল বাজার ড্রাগিষ্ট এন্ড কেমিস্ট সমিতির সাধারণ সম্পাদক ও পল্লি চিকিৎসক- গোবিন্দ অধিকারী, সমাজ সেবক- আবদুর রহমান, দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবলীগ নেতা- নিজামউদ্দিন রনি, সমাজ সেবক- তাজুল মোল্লা, মহাদেবপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার- মিজানুর রহমান,

উপস্হিত ছিলেন, বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা- আবুল খায়ের, লক্ষ্মীপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক- সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর সাংবাদিক কল্যান সংস্হার সভাপতি ও দৈনিক জনতার স্টাফ রিপোর্টার ভাস্কর বসু রায় চৌধুরী, সবুজ জমিন সম্পাদক- আফজাল হোসেন সবুজ, বাংলার মুকুলের বার্তা সম্পাদক- মিজানুর শামীম, সাংবাদিক- কামাল মাস্টার, সাংবাদিক মুজাহিদ, আমজাদ হোসেন, দালালবাজার ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক- অপু চৌধুরী, ছাত্রদল নেতা- আবদুর রহমানসহ এলাকার বিপুল সংখ্যক সাধারন জনগণ।

আলিফ-মীম হাসপাতালের প্রধান উপদেষ্টা হিসেবে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা- নুরনবী চৌধুরী। উপদেষ্টা মন্ডলীর সদস্য থাকছেন বিশিষ্ট সমাজ সেবক- সৈয়দ আবুল কাশেম, দক্ষিণ হামছাদি ইউপি চেয়ারম্যান- মীর শাহআলম, রসুলগঞ্জ ইউপি চেয়ারম্যান- কবির পাটোয়ারী, সমাজ সেবক- মোঃ তোহা মিঞা, দালাল বাজার ইউপি চেয়ারম্যান- কামরুজ্জামান সোহেল, উত্তর হামছাদি ইউপি চেয়ারম্যান- এমরান হোসেন নান্নু, সমাজসেবক- রাধারমন বৈষ্ণব, বিশিষ্ট ব্যবসায়ী- আলহাজ্ব লোকমান পাটোয়ারী, সমাজসেবক- রুহুল আমিন, সমাজসেবক ও রাজনীতিবিদ- একেএম ফরিদ।

অনুষ্ঠান শেষে উপস্থিত থাকার জন্য সকলকে শুভেচ্ছা জানিয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আমির হোসেন বলেন, আলিফ-মীম হাসপাতালের মালিকানার ৫০,০০০/- টাকা (প্রতিটি) করে শেয়ার বিক্রি চলছে। প্রায় এক হাজার শেয়ার ছাড়া হবে। এক নামে দশটির বেশি শেয়ার বিক্রি করা হবে না।
তিনি আরো বলেন, আশাকরি সকলের যথাযথ সহযোগিতা নিয়ে আলিফ-মীম হাসপাতালটিকে একটি উন্নত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারবো।⇔


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com