লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী – লক্ষ্মীপুর জেলার উপশহর দালাল বাজার ১০ জুন ২০২১ ইং বিকালে ভোক্তা অধিকার আইনে চারটি প্রতিষ্ঠানে ১৩০০০(তের হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তর(অদা) এর সহকারী পরিচালক নুরহোসেন আমাদের এপ্রতিবেদক কে বিভিন্ন অনিয়মে উপশহর দালাল বাজার মনিটরিং করা অবস্থায় চার প্রতিষ্ঠান থেকে তের হাজার টাকা জরিমানা তিনি আদায় করেন বলে নিশ্চিত করেন।
এসময়ে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের কৃষি ও বিপণন অধিদপ্তরের জেলা মার্কেটিং কর্মকর্তা মোঃ মনির হোসেন, লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরী, দালাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মাস্টার, দালাল বাজার পুলিশ কেম্পের সহকারী উপপুলিশ পরিদর্শক সন্তোষ কান্তি মল্লিক সহ প্রমুখ।