মিজানুর শামীমঃ করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় ও সচেতনতা বাড়াতে সদর উপজেলার দালাল বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে ১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মাস্ক বিতরণ করা হয়। এতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজামান মাস্টার
স্হানীয় মুন্সিরহাট শাহাদাত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও দালালবাজার এলাকায় কয়েক শত সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরন করেন। এসময় তিনি মহামারী করোনাভাইরাস মোকাবিলায় সকলকে সচেতন থাকার পরামর্শ দেন।
এতে আরো উপস্হিত ছিলেন, দালাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি সাবের হোসেন, সাধারন সম্পাদক নিয়াজ মাহমুদ (বাকের), সদর উপজেলা আওয়ামীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবির বিপ্লব, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক পদ প্রত্যাশী কাজল খান, ইউনিয়ন আওয়ামীলীগের ৩নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহবুবুল হাসান অভিসহ দালালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহরূপে ছড়িয়ে পড়েছে। সারাদেশে গড় শনাক্তের হার ২৩ শতাংশে পৌঁছে গেছে রাজধানীর কোনো কোনো আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৬০ শতাংশ পর্যন্ত উঠেছে। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর ৩০ জেলাকে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে। এসব জেলায় সংক্রমণের হার ১০ থেকে ৩০ শতাংশ। শনাক্ত ও মৃত্যুর হার প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি করছে।
দেশে গত (৩১ মার্চ দুপুর থেকে ১ এপ্রিল দুপুর) ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ও গত ৯ মাসে সর্বোচ্চ। এ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ১০৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৬,৪৬৯ জন। এটিই হচ্ছে এখন পর্যন্ত একদিনে শনাক্ত হওয়া সবচেয়ে বেশি সংখ্যা। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৭ হাজার ৭৬৪ জনে।
১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরোও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন। উল্লেখ্য, দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ এবং এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় কোভিডে।