ভি বি রায় চৌধুরী -মো:জাহাঙ্গীর হোসেন, আইনজীবী -ঢাকা জজ কোর্ট,ভূমী আপিল বোর্ড, ঢাকা। ইনকামট্যাক্স কনসালটেন্ট (এন,বি,আর) ঢাকা।
দীর্ঘ ২০ বছর পূর্ব থেকে তিনি আইন পেশায় নিয়োজিত আছেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর আয়ুব আলী হাজি বাড়ি।পিতা মরহুম হাজি মোহাম্মদ হোসেন।তিনি একজন বিশিষ্ট ব্যাবসায়ী ছিলেন।
চার ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি সপ্তম। এক আলাপচারিতায় তিনি বলেন, উপশহর দালাল বাজার এন,কে উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি ও ঢাকা থেকে এল,এল,বি এবং এল,এল,এম ডিগ্রী অর্জন করে ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন পেশায় নিজকে একজন সেবক হিসাবে নিয়োজিত রেখেছেন।
তিনি পরবর্তিতে মহামান্য সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সিনিয়র এডভোকেট মনসুরুল হক চৌধুরীর অধিনে জুনিয়র হিসাবে আইন পেশায় সুনামের সাথে কাজ করেছেন।
তিনি ছাত্রজীবন থেকেই সমাজের সর্বস্তরের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন। তিনি একজন সদালাপী ও শান্ত প্রকৃতির ব্যাক্তি।অতিত থেকে বর্তমানে সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে জড়িত রেখেছেন। বর্তমানে তিনি এডভোকেট জাহাঙ্গীর এন্ড এসোসিয়েটস ঢাকা আইনজীবী সমিতির ভবন, চেম্বার নং ৩০১৩, তৃতীয় তলা, এনেক্স বিল্ডিং ২, ঢাকায় চেম্বার করেন এবং ফ্রি আইনি পরামর্শ প্রদান করেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়।
তার এই মহানুভবতায় লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরী পরম করুনাময়ের নিকট কায়মনোবাক্যে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।