কমলনগর(লক্ষ্মীপুর) থেকে ভাস্কর মজুমদারঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ চরকাদিরা গ্রাম থেকে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ফারুক (৫০) নামে এক ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করে। নিহত ফারুক হোসেন রামগতি পৌর ১নং ওয়ার্ডে চরসীতা এলাকার সৈয়দ মুন্সী’র পুত্র ও লাশ উদ্ধারের সময় আকাশী কালারের লুঙ্গি, লাল রংয়ের শীতের জ্যাকেট তার পরনে ছিল। মাথায় ও গলায় আঘাতের চিহ্ন থাকা লাশটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানাযায়।
কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাখন লাল জানায়, অজ্ঞাতনামা লাশ মাঠে পরে থাকার খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে খোঁজখবর নেয়া শুরু করি। পরে খবর নিয়ে ঠিকানা জানতে পারি নিহত ফারক হোসেনের বাড়ী রামগতি পৌর এলাকায়। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এক প্রশ্নের উওরে তিনি আরো বলেন, আমরা প্রাথমিকভাবে ধারনা করছি রামগতি থানার জমিদারহাট এলাকা থেকে দুর্বৃত্তরা বিরোধের কারনে তাকে (ফারুক) শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে বুধবার দিবাগত গভীর রাতে কমলনগর থানার দক্ষিণ চরকাদিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার ছেরুর বাপের বাড়ির পাশে খোলা বিলের মাঝে জমিতে ফেলে রেখে যায়।