ভিবি নিউজ মিডিয়া ঃ লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের শাহাদাত উল্যা মেম্বার বাড়ির সালেহা বেগমের বসত ঘরে বিদ্যুৎতের সটসার্কিটে আগুন লেগে গত ৩ অগাস্ট২০২২ইং রাতে ঘর সহ ঘরে থাকা সমস্ত জিনিস পত্র ভর্ষিভূত হয়। যার কারনে দালাল বাজার বণিক কল্যাণ সমিতির উদ্যোগে ২৯ অগাস্ট সন্ধ্যায় ক্ষতিগ্রস্থ সালেহা বেগমের পুত্র মোঃ জুয়েল কে দালাল বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী নগদ আটত্রিশ হাজার টাকা অনুদান প্রদান করেন। এসময়ে উপস্থিত ছিলেন বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মীর মহিউদ্দিন মাহমুদ মিরন, সাবের হোসেন চৌধুরী, প্রদীপ সাহা, বাহার পাটোয়ারী, সহ প্রমূখ।
উল্যেখ্য ৩ আগস্ট ২০২২ ইং বুধবার রাত আটটার দিকে সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের শাহাদাত উল্লাহ মেম্বার বাড়ীতে এ ঘটনা ঘটে। বিদ্যুৎতের সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রণজিৎ কুমার সাহা জানান।
সুত্র জানায়, আকস্মিকভাবে আগুন লাগায় দালাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সালেহা বেগমের ঘর পুরোপুরি পুড়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন আনলেও বসত ঘরটি সম্পুর্নরুপে ভস্মীভূত হয়ে যায়।