সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি রায়পুরে কিশোরী অপহরণ মামলায় দীপেন ও জহির গ্রেপ্তার  লক্ষ্মীপুর পৌরসভার সড়কের পাশে আবর্জনার স্তূপ, নির্গত দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ লক্ষ্মীপুরে শিক্ষক- শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে স্কুল শিক্ষক ও শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, শিক্ষিকার স্বামীর অভিযোগ লক্ষ্মীপুর ২ আসনের মানবিক এমপি নুরউদ্দিন আলিফ মীম হাসপাতালের শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা বিএমএ ও স্বাচিপের সভাপতি ডা: জাকির হোসেন উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ না নিতে এমপি আনোয়ার খাঁনকে চিঠি লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট রহমত উল্যাহ বিপ্লবের কিছু কথা লক্ষ্মীপুরের কৃতিসন্তান আনোয়ারুল হক ছলেমা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল ফার্মারের  জন্মদিনে তিনি সকলের আশির্বাদ /দোয়া প্রার্থী লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউপি নির্বাচনে মীর শাহআলম চেয়ারম্যান নির্বাচিত
লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র আবশ্যক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকা বাসির দাবী

লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র আবশ্যক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকা বাসির দাবী

লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী – লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার উত্তর হামছাদি ইউপি, দক্ষিণ হামছাদি ইউপি, চররুহিতা ইউপি, বাবনী ইউনিয়ন সহ আরো কয়েকটি ইউনিয়নের প্রাণকেন্দ্র হচ্ছে উপশহর দালাল বাজার। এখানে দৃষ্টিনন্দ বিভিন্ন ধরনের স্থাপনা দৃশ্যমান। এখানে আরো আছে ঐতিহাসিক কালের স্বাক্ষি হয়ে দাড়িয়ে থাকা কামান খোলা ও দালাল বাজার জমিদার বাড়ি। যেখানে দুর-দুরান্ত থেকে ছুটে আসা দর্শনপিপাষু দর্শনার্থীগণ জমিদারদের দেখা না পেলেও জমিদার বাড়িতে এসে কিছু সময়ের জন্য হলেও ভুলে যায় তার সকল দুঃখ, কষ্ট, গ্লানি ও অবশাদ। উপশহর দালাল বাজারে আরো আছে একটি বহুতল বিশিষ্ট হাসপাতাল, একটি হাইস্কুল,একটি বালিকা উচ্চবিদ্যালয়, একটি কলেজ, তিনটি কিন্ডারগার্টেন স্কুল, চারটি মাদ্রাসা। যেখানে হাজার হাজার শিক্ষার্থীর আগমন ঘটে। এখানে দর্শনীয় স্থানের মধ্যে সম্প্রতি নতুন সাজে গড়েউঠেছে জেলাপ্রশাসন ও পুলিশ প্রশাসনের অনুপ্রেরণায় উপজেলা প্রশাসন কর্তৃক দালাল বাজার খোয়াসাগর পাড় ও দালাল বাজার জমিদার বাড়ি। গণমাধ্যম কর্মীরা বিভিন্ন ভাবে এই দৃষ্টিনন্দ দর্শনীয় স্থানগুলোর কথা সাজিয়ে গুছিয়ে লিখার কারনে এই দুটি স্থানে দুপুর থেকে রাত অব্ধি দর্শনাভিলাষী দের ভিড় লেগেই আছে। দালাল বাজারে এক হাজারেরও অধিক ব্যাবসা প্রতিষ্ঠান প্রতিয়মান। কয়েকটি ইউনিয়নের প্রান কেন্দ্র ও আঞ্চলিক মহাসড়ক উপশহর দালাল বাজার হওয়ায় সকাল থেকে গভির রাতঅব্দি হাজার মানুষের আসাযাওয়া হয়। তাই বিভিন্ন সময়ে সংগঠিত হয় নানান অসংগতি। ইদানীং কালিন দেখা যাচ্ছে উপশহর সংলগ্ন আশেপাশে গরুচুরির হিড়িক লেগেছে।
এই বিষয়ে এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী পদমীতা মোবাইল সার্ভেসিং সেন্টারের সত্ত্বাধিকারী বাহার মিঞা, বনিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মীর মহিউদ্দিন মাহমুদ মিরন, আলীফ মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আমির হোসেন, লক্ষ্মীপুর জজ আদালতের সিনিয়র আইনজীবী ফিরোজ আলম, সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির হাওলাদার, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব লোকমান পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক টিটু ভূঁইয়া, বিশিষ্ট স্বর্নকার ও ব্যাবসায়ী তপন সরকার, পল্লি চিকিৎসক রাধারমন দাস স্বপন, পল্লি চিকিৎসক দীলিপ দেবনাথ, ইলেকট্রনিক ব্যাবসায়ী ও দালাল বাজার গোবিন্দ মহাপ্রভু জিউ আখড়ার সাংগঠনিক সম্পাদক শম্ভু মজুমদার, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ নিজাম উদ্দিন সহ প্রমুখ বলেন উপশহর দালাল বাজারে আইনশৃঙ্খলা উন্নতিকল্পে এখানে একটি পুলিশ তদন্ত কেন্দ্র হলে আইনশৃঙ্খলা আরো উন্নতি হতো। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জরুরী ভিত্তিতে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করার জন্য এলাকার বাসির দাবী।
এই বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানা পরিদর্শক মোঃ মোসলেহ্ উদ্দিন বলেন উপশহর দালাল বাজারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র হওয়ার বিষয়ে আমারও উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোড় সুপারিস থাকবে।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com