সংবাদ শিরোনামঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী স্বরণে মেহেদী হাসান রাসেলের কুরআন ও হাদিসের আলোকে উপস্থাপন  লক্ষ্মীপুরে নতুন পুলিশ সুপার আকতার হোসেন লক্ষ্মীপুরে যুবদল নেতা ইকবালের নেতৃত্বে সৌদি প্রবাসীর জমি দখল করে দেওয়ার অভিযোগ জনগনের সুস্বাস্থ্যের জন্য চাই নিরাপদ খাদ্য রায়পুরে  সন্ত্রাসী তান্ডব চালিয়ে লুটপাট ও মাছ ঘাট দখলের অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ইউনিয়ন বিএনপির মাধ্যমে পানিবন্ধীদের ত্রান বিতরন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন “ লক্ষ্মীপুরে কলেজ অধ্যক্ষের অপসারণ চেয়ে শিক্ষক- কর্মচারীদের বিক্ষোভ বাংলাদেশের মুমূর্ষু শিশু শুভমকে নতুন জীবন দিয়েছেন ভারতের ডাঃ সঞ্জীব দেববর্মণ কোটা আন্দোলনে মৃত্যুর সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি
লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার “মা ও শিশু হাসপাতাল আবশ্যক

লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার “মা ও শিশু হাসপাতাল আবশ্যক

স্টাফ রিপোর্টার ভি বি রায় চৌধুরী -লক্ষ্মীপুর জেলায় প্রায় ২০ লক্ষ লোকের বসবাস,এর ভিতরে সদর উপজেলায় জনসংখ্যা প্রায় ৮ লক্ষ ও জেলার উত্তর পশ্চিমে ভয়াল মেঘনা নদী দ্বারা ক্ষতিগ্রস্থ রায়পুর উপজেলার জনসংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ এবং জেলা শহর থেকে উত্তরের উপজেলা রামগঞ্জে বসবাস করে প্রায় তিন লক্ষ সত্তর হাজার মানুষ। লক্ষ্মীপুর সদর,রায়পুর ও রামগঞ্জ মিলিয়ে এই তিন উপজেলার পিকপয়েন্ট বলে দালাল বাজার কে বেশির ভাগ লোকই মনে করেন। রায়পুর উপজেলা থেকে লক্ষ্মীপুরের দুরত্ব ১৫ কিলোমিটার, এরই মধ্যে মা ও শিশুদের চিকিৎসা বিষয়ক নেই কোন নির্ভর যোগ্য সরকারি হাসপাতাল।

মা” ও শিশুদের চিকিৎসায় নেই কোন সুব্যবস্থা, লক্ষ্মীপুর থেকে উপশহর দালাল বাজারের দুরত্ব ৫ কিলোমিটার, দালাল বাজার থেকে রায়পুরের দুরত্ব ১০ কিলোমিটার এবং রামগঞ্জ উপজেলার দুরত্ব ১৫ কিলোমিটার হয়। সদর, রায়পুর ও রামগঞ্জ উপজেলায় বসবাস কারি কয়েক লক্ষ ” মা ও শিশুর” যথাযথ স্বাস্থ্য সেবার জন্য একটি সরকারি হাসপাতাল হওয়া দরকার।
এইপথ পরিক্রমায় গর্ভবতী মহিলারা প্রসব পূর্ব বেদনায় কাতরাতে থাকলেও বিশেষজ্ঞ “মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক চিকিৎসক সার্বক্ষণিক না থাকার কারনে শিশু মৃত্যু ও গর্ভবতী মায়েদেরকে সঠিক নিয়মনীতি মোতাবেক চিকিৎসা দেওয়া সম্ভব হয়ে উঠছেনা,ফলে অহরহ স্বাস্থ্য ঝুঁকি বেড়েই চলছে, ঘটছে অকাল মৃত্যু । এর থেকে পরিত্রাণ পেতে হলে পিক পয়েন্ট উপশহর দালাল বাজার খোয়াসাগর দিঘীর পশ্চিম পাড়, যেখানে ইউনিয়ন স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কেন্দ্র অবস্থিত। এখানে ১০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল হওয়ার মত সরকারি জমিও বর্তমান। উক্ত স্থানে একটা ১০০ শয্যা বিশিষ্ট ” মা ও শিশু হাসপাতাল হওয়া জরুরি বলে শিক্ষক, রাজনীতি বিদ, সমাজসেবক ও সিভিল স্যোসাইটি মনে করেন।