সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যাবস্থা বিকল হওয়ায় জনদুর্ভোগ চরমে

লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যাবস্থা বিকল হওয়ায় জনদুর্ভোগ চরমে

ভি বি রায় চৌধুরী-সদর উপজেলার উপশহর দালাল বাজারে আবাসিক বেশ কয়েকটি ভবন গড়ে উঠায় গ্রাম-গঞ্জের মানুষের আবাসস্থল হয়ে উঠে এই উপশহর দালাল বাজার। এখানে বাজার সংলগ্ন উত্তর দিকে বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ সাহার উদ্যোগে একটি আবাসিক হিন্দু পাড়াও গড়ে উঠেছে বলে আমাদের এপ্রতিবেদক সরজমিন ঘুরে এসে জানান। বাজারে বিজ্ঞান সম্মত ব্যবাস্থাপনা না থাকায় প্রতিনিয়ত বায়ুদূষণ ও শব্দ দূষণের কারনে বসবাস কারিরা বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ছেন বলে জানান, আরো জানাযায় আঞ্চলিক মহাসড়কের উভয় পার্শ্বে পথচারীদের হাঁটার ফুটপাত অবৈধ দখলদার দের কবল থেকে গত ১৮ জুলাই লক্ষ্মীপুর সদর উপজেলার ভূমি কর্মকর্তার নির্দেশে উচ্ছেদ করা হলেও পরবর্তীতে পুনঃ মসিকোভবো।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন যে এই বাজারের পানি ময়লা-আবর্জনা নিষ্কাশনের জন্য বাজারের প্রধান গলির উভয় পার্শ্বে ড্রেনেজ ব্যাবস্থা আছে এবং ড্রেইনের উপর দিয়ে পথচারীদের হাঁটার সুবিধার্থে ঢালাই স্লাব বসানোও হয়েছে,স্বর্ণকার গলিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে বন্যা হয়ে যায়, ফলে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ দু- বিপাকে পড়ে । তদুপুরিও বাজারের প্রধান গলির উভয় পার্শ্বে ড্রেইন দীর্ঘদিন পর্যন্ত পরিস্কার না করায় ময়লা জমে ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে পড়ে,যার কারনে ড্রেইনে পঁচাগলা পড়ে দুর্গন্ধ ছরাচ্ছে অবিরত,যার কারনে বায়ুদূষণ সহ ব্যবসায়ী এবং পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। বাজার পরিস্কার করার মালাকার ও বণিক কল্যাণ সমিতির সঠিক তদারকির অভাবে এহেন অবস্থার সূত্রপাত হয় বলে জানান বাজারের ব্যবসায়ীরা।

উপরোক্ত বিষয়ে দালাল বাজার বাংলাদেশ ফার্মেসীর স্বত্বাধিকারী ভাস্কর বসু রায় চৌধুরী বলেন, পথচারীদের হাঁটার রাস্তা ফুটপাত অবৈধ দখলদাররা দখল করায় পথচারীরা সড়কের উপড়দিয়ে হাটতে হয়, ফলে যে কোন মূহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা এবং ব্যবসায়ীদের ফেলা ময়লা আবর্জনার কারনে পানি জমে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এর থেকে দ্রুত পরিত্রাণ পেতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এই বিষয়ে দালাল বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মীর মহিউদ্দিন মাহমুদ আমাদের এক প্রতিবেদক কে বলেন উপরোক্ত বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদোয়ান আরমান শাকিল মহোদয়ের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন অচিরেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন কিন্তু ছয়মাসেরও অধিক সময় অতিক্রান্ত হওয়ার পরেও কোন ব্যবস্থা না নেওয়ার ব্যবসায়ী ও জনসাধারণ হতাশ।