সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
লক্ষ্মীপুরের ইউএনও আরমান শাকিলের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে দুটিকথা

লক্ষ্মীপুরের ইউএনও আরমান শাকিলের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে দুটিকথা

 

ভিবি নিউজ ডেস্কঃ -লক্ষ্মীপুরের মাননীয় জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল মহোদয়ের নিকট হতে বিদায়ী আশির্বাদ গ্রহণ করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রেদোয়ান আরমান শাকিল । তিনি বলেন পরম শ্রদ্ধেয় স্যার আমাকে পুরো দেড় বছর আগলে রেখেছেন। স্যারের মত একজন অভিভাবক পেয়ে আমি ধণ্য। শ্রদ্ধেয় ডিসি স্যার লক্ষ্মীপুরকে অনন্যরুপে সাজিয়েছেন। আগে লক্ষ্মীপুরে বেড়ানোর মত কোন জায়গা ছিলনা। এখন রামগতির বেড়িবাধ এবং দালাল বাজার জমিদার বাড়ি ও খোয়াসাগর দিঘি দর্শনে মানুষ অনেক দুর থেকে আসে। স্যারের আড়াই বছরে তিনি লক্ষ্মীপুরের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। অনেক প্রতিকূলতার মাঝেও তিনি এ জেলার উন্নয়ন সাধন করেছেন। স্যার এই কাজে আমাকে পাশে রেখে শিখিয়েছেন কিভাবে বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হয়। তিনি আরো বলেন, জেলা প্রশাসক জনাব অঞ্জন চন্দ্র পাল স্যারের অবদান লক্ষ্মীপুরে ইতিহাস হয়ে থাকবে।

বিদায়বেলায় উপস্থিত ছিলেন জনাব অঞ্জন চন্দ্র পাল, মান্যবর জেলা প্রশাসক, লক্ষ্মীপুর। আরমান শাকিল আরো বলেন আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি যিনি শত ব্যস্ততার মাঝেও আমার জন্য কিছু সুন্দর সময় দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স্যার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্যার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যার, কমলনগরের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোবারক হোসেন স্যার, ব্যাচমেট উপজেলা নির্বাহী অফিসারগন, সকল অনুজ এসিল্যান্ডগণ সহ লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সকল সহকর্মীগণকে বিদায়বেলায় আমাকে কৃতার্থ করার জন্য । শ্রদ্ধেয় ডিসি স্যার ও এডিসি স্যারদের কাছ থেকে যে স্নেহ, অনুপ্রেরণা ও কাজের স্পৃহা পেয়েছি তা আমার জীবনে পাথেয় হয়ে থাকবে। লক্ষ্মীপুর জেলা প্রশাসন পরিবারের প্রতি রইল অপরিসীম ভালোবাসা।