নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৩ বছরের কিশোরী নিজের মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. দেলোয়ার হোসেন (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার সকালে কিশোরী রূপগঞ্জ থানায় গিয়ে মামলা করলে পুলিশ সন্ধ্যায় অভিযুক্ত পিতা দেলোয়ার হোসেনকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দেলোয়ার রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আগলা এলাকার মৃত কদম আলীর ছেলে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, কিশোরীর মা সৌদি
প্রবাসী। তার মা চলে যাওয়ার পর থেকে সে তার নানা সিরাজগঞ্জের কাজীপুর থানার চরদিশ এলাকার চাঁন মিয়ার বাড়িতে থাকতো। করোনাকালে স্কুল বন্ধ হওয়ার কারণে তার পিতা তাকে রূপগঞ্জের আগলার বাড়িতে নিয়ে আসে। রোববার দিবাগত রাতে পাষন্ড পিতা তার ১৩ বছর বয়সী কিশোরী মেয়েকে বাড়ীর পাশের আখ ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই ঘটনায় রোববার সকালে কিশোরী নিজে তার পিতাকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা করে। পরে পুলিশ সন্ধ্যায় দেলোয়ারকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে।