ভিবি নিউজ-লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা পুলিশ পরিদর্শক হিসাবে (ওসি) মো.আবদুল জলিলকে পদায়ন করা হয়েছে।
বুধবার ১ জুলাই জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান ( পিপিএম-সেবা ) অফিসের এক আদেশে রায়পুর থানার ওসি হিসেবে আবদুল জলিলকে পদায়ন করা হয়। আগামীকাল শনিবার তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নিবেন।
এদিকে নবাগত ওসি মো. আবদুল জলিল সর্বশেষ বান্দরবান সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছিলেন। এর আগে তিনি লক্ষ্মীপুর সদর, রায়পুর উপজেলা, চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নবাগত ওসি মো. আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়পুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি রায়পুরকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাবেন।
এদিকে ওসি আব্দুল জলিলের রায়পুর থানায় পদায়ন হওয়ায় লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরী লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড, এএইচ এম কামরুজ্জামান পিপিএম সেবা মহোদয় কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।