সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
রায়পুরে স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে  মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন

রায়পুরে স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে  মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন

ভিবি নিউজ ডেস্কঃ

লক্ষ্মীপুরের রায়পুরে আব্দুল মান্নান নামের এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মিথ্যা প্রমানিত হয়েছে বলে জানিয়েছেন তার স্বাস্থ্য বিভাগের সহকর্মীরা। ধর্ষণের শিকার হয়েছে এমন অভিযোগ এনে ভিকটিম রায়পুর থানায় ধর্ষণ মামলা দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে ভিকটিমের রিপোর্ট নেগেটিভ আসে বলে জানায় স্বাস্থ্যকর্মী আব্দুল মান্নানের সহকর্মীরা।

মিথ্যা অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রায়পুর স্টেশান রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন করে তারা। একই সাথে আব্দুল মান্নানের বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যা মামলা প্রত্যাহার এবং মিথ্যা অভিযোগকারীকে আইনের আওতায় আনার দাবী জানান তারা।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা সিএইচপি এ্যাসোসিয়েশন সভাপতি শরীফ হোসাইন সুমন, সাধারণ সম্পাদক ও উপজেলা সভাপতি এমরান হোসেন সোহাগ, সহ-সভাপতি শোয়াইব হোসেন, সাধারণ সম্পাদক মহসিন মিয়া।
এছাড়াও আবদুল মান্নানের এলাকা দক্ষিন চরবংশী ইউনিয়নের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন।

জানাযায় গত ১১ নভেম্বর স্থানীয় চরকাচিয়া কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করে এক রোগীনি। পরের দিন পরীক্ষা-নিরীক্ষা শেষে কোন আলামত না পেয়ে নেগেটিভ রিপোর্ট দেয় চিকিৎসক।

এব্যপারে রায়পুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাকির হোসেন জানান, ভিকটিমের তথ্য অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় নেগেটিভ এসেছে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল বলেন, ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। পূর্ন তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।