সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
রায়পুরে স্ত্রীকে গলাটিপে হত্যা, আদালতে স্বামী রাশেদের ১৬৪ ধারায় স্বীকারোক্তি

রায়পুরে স্ত্রীকে গলাটিপে হত্যা, আদালতে স্বামী রাশেদের ১৬৪ ধারায় স্বীকারোক্তি

 

ভিবি নিউজ-প্রায় আড়াই মাস আগে হলেও এর রহস্য উদঘাটন হয়েছে ১৭ জুলাই শুক্রবার। লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটন করে হত্যাকারী স্বামীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

থানা পুলিশ জানায়, গত ছয় মাস পূর্বে রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ রায়পুর গ্রামের বাবুর হাট এলাকার কাজী বাড়ীর মো. আলী হায়দারের পুত্র মো. রাশেদের (২৪) সাথে পারিবারিকভাবে একই উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের খোকন ছৈয়ালের মেয়ে সীমা আক্তার সুমি (১৯) ‘র বিয়ে হয়।
গত ৪ মে রাত সোয়া একটার দিকে স্বামীর বাড়িতে সুমির রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামী রাশেদ এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দাবি করলেও সুমির মাতা ছালেহা বেগম রায়পুর থানায় একটি অপমৃত্যু মামলা করেন। পরে সদর হাসাপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন করে পারিবারিকভাবে দাফন করা হয়।

রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, ১৬ জুলাই বৃহস্পতিবার সুমির মৃতদেহের ময়নাতদন্ত রিপোর্ট পুলিশের হাতে আসে। রিপোর্টে তাকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়। এ ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য পরদিন শুক্রবার পুলিশ স্বামী রাশেদকে আটক করে।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাশেদ তার স্ত্রী সুমিকে গলাটিপে হত্যা করার বিষয়টি স্বীকার করে। পরে ওইদিন তাকে আদালতে হাজির করলে ১৬৪ ধারায় হত্যার স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় স্বামী রাশেদ।

পুলিশ পরিদর্শক আবদুল জলিল বলেন, ‘রাশেদকে জিজ্ঞাসাবাদে এবং আদালতে দেওয়া জবানবন্দিতে সে স্বীকার করেছে- তার নতুন স্ত্রী তাকে বাপের বাড়িতে নিয়ে যেতে বলে। কিন্তু করোনাকালীন লকডাউনের কারণে স্বামী রাশেদের আয় রোজগার না থাকায় শ্বশুর বাড়িতে যেতে রাজি হয়নি।
এ সময় রাশেদ তার স্ত্রী সুমিকে বলেছে- নতুন শ্বশুর বাড়িতে যেতে হলে কিছু কিনে নিতে হবে, এ মূহুর্তে তার হাতে কোন টাকা নেই। এ নিয়ে দুইজনের মধ্যে রাগ-অভিমান ও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী রাদেশকে ধাক্কা দিয়ে ফেলে দেয় স্ত্রী।
এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে গলাটিকে হত্যা করে রাশেদ। পরে স্ত্রী’র স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে সে সকলকে জানায়। কিন্তু ঘটনাটি সন্দেহ হলে এ বিষয়ে মামলা করে সুমির মা।’

ওসি আরও বলেন, ময়নাতদন্ত রিপোর্টে আমরা যখন জানতে পেরেছি এটি হত্যা, তখন অত্যন্ত বিচক্ষণতার সহিত আমি এবং থানার পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়া ও এসআই ইয়াছির আরাফাতসহ বিশেষ অভিযান চালিয়ে সুমির স্বামী রাশেদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার লোমহর্ষক ঘটনাটি স্বীকার করায় থানায় একটি হত্যা মামলা দায়ের করে ওই মামলায় ঘাতক রাশেদকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। সেখানে তার স্বীকাররোক্তি মূলক জবানবন্দি গ্রহণ করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেয় বিজ্ঞ আদালতের বিচারক।