সংবাদ শিরোনামঃ
জনগনের সুস্বাস্থ্যের জন্য চাই নিরাপদ খাদ্য রায়পুরে  সন্ত্রাসী তান্ডব চালিয়ে লুটপাট ও মাছ ঘাট দখলের অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ইউনিয়ন বিএনপির মাধ্যমে পানিবন্ধীদের ত্রান বিতরন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন “ লক্ষ্মীপুরে কলেজ অধ্যক্ষের অপসারণ চেয়ে শিক্ষক- কর্মচারীদের বিক্ষোভ বাংলাদেশের মুমূর্ষু শিশু শুভমকে নতুন জীবন দিয়েছেন ভারতের ডাঃ সঞ্জীব দেববর্মণ কোটা আন্দোলনে মৃত্যুর সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি রায়পুরে কিশোরী অপহরণ মামলায় দীপেন ও জহির গ্রেপ্তার  লক্ষ্মীপুর পৌরসভার সড়কের পাশে আবর্জনার স্তূপ, নির্গত দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ লক্ষ্মীপুরে শিক্ষক- শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ
রায়পুরে রাতের আঁধারে কৃষকের ২০ লাখ টাকা মুল্যের জমি দখল :

রায়পুরে রাতের আঁধারে কৃষকের ২০ লাখ টাকা মুল্যের জমি দখল :

তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর:

দরিদ্র কৃষক শুক্কর আহম্মেদ (৬৩)। অনেক কষ্ট করে স্থানীয় এক প্রতিবেশির কাছ থেকে দুই শতাংশ জমি কিনে ছিলেন তিনি। কিন্তু বিক্রেতা মারা যাওয়ার পর তার স্ত্রী ও সন্তানদের কারনে গত ২১ বছরেও ওই জমি দখলে যেতে পারছিলেন না শুক্কুর মিয়া। শনিবার (১৭ এপ্রিল) রাতে ২০ লাখ টাকা মুল্যের ওই জমি দখলে নিয়ে বসতঘর তুলেছেন মৃত জমি বিক্রেতার ছেলেরা। ওই জমি ফেরত পেতে পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন শুক্কুর আহাম্মদসহ তার পরিবার। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুর চরপাতা ইউপির সিঙ্গেরপুল নামক স্থানে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে।

রোববার দুপুরে (১৮ এপ্রিল)-ক্ষতিগ্রস্থ কৃষক শুক্কর আহম্মেদ জানান, ২০০৫ সালে একই এলাকার প্রভাবশালী মরহুম লতিফ হাজির কাছ থেকে বিভিন্ন ধাপে ৫০ হাজার টাকা দিয়ে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে দুই শতাংশ জমি কিনেন (বর্তমান বাজার মুল্য ২০ লাখ টাকা)। চরপাতা মৌজা, জেআরনং-১৫ ও সনদ-২৮৩২। ২০১০ সালে ওই জমি লতিফ হাজির স্ত্রী রেজিষ্ট্রি দিলেও তা দখলে দিচ্ছে না। গত দেড় বছর আগে ওই জমি ফিরে পেতে প্রতিপক্ষ আলেফা বেগম,তার ছেলে জোবায়ের, আবদুল বাতেন ও মোঃ মানিককে আসামি করে ২০১৯ সালের ২১ জুলাই থানায় অভিযোগ করেন। কিন্তু তদন্তকারি কর্মকর্তা (এসআই) সুমন চৌধুরির কাছ থেকে উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ দায়িত্ব নেয়ার পর তা আর মিমাংশা হয়নি। এরই মাঝে গত ১০ দিন আগে রাতের আঁধারে ওই জমিতে বসতঘর তুলে অন্যকে দখলে দেয় জোবায়ের গং।
আবারও ইউপি চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যাক্তির কাছে গেলেও জমি দখলে নিতে পারছেন না।

এবিষয়ে অভিযুক্ত জোবায়ের ও আবদুল বাতেন বলেন, শুক্কর আহম্মেদের কাছ থেকে তাদের পিতা টাকা নিয়েছেন সঠিক। বাবা মারা যাওয়ার পরে তাদের মা দুই শতাংশ জমি রেজিষ্ট্রি করে দিয়েছে। ওই জমি পুকুরে পড়েছে । তিনি অন্য জায়গায় নিবেন বলে হয়রানি করছেন। ওই জমিতে কারা বসতঘর তুলেছে তা আমরা জানিনা।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, বিষয়টি জানা নাই। কৃষক শুক্কুর আহাম্মেদ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর
০১৭১৮০৭৮৪৩৯
১৮/০৪/০২১


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com