ভিবি নিউজ ডেস্ক: ২০ এপ্রিল ২০২২ ইং তারিখ রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়ার নেতৃত্বে এসআই ইয়াছির আরাফাত সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা হইতে ভিকটিম ফাতেমা আক্তার সোহাগী (১৬) উদ্ধারপূর্বক অপহরন মামলার আসামী মোঃ রিয়াজ হোসেন(২২), পিতা-মোঃ রফিক উল্যা ,স্থায়ী: গ্রাম- দক্ষিণ কেরোয়া (এবাদ উল্যা বাড়ী) , উপজেলা/থানা- রায়পুর, জেলা -লক্ষ্মীপুরকে গ্রেফতার করেন। উক্ত বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী২০২০) এর ৭/৩০ ধারায় একটি মামলা রুজু হয়।
এসআই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী, মোঃ রফিক সর্দার(৩৬), পিতা-মৃত তালেব আলী সর্দার ,স্থায়ী: গ্রাম- মধ্য উদমারা, সর্দার বাড়ী, ১নং ওয়ার্ড, ৯নং দক্ষিণ চর আবাবিল ইউপি , থানা- রায়পুর, জেলা -লক্ষ্মীপুর এর হেফাজত হইতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক তালিকামূলে জব্দ করেন। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়।
এসআই আব্দুল আলীম অভিযান চালাইয়া রায়পুর থানার মামলা নং-১৯, তারিখ-২০/০৪/২০২২ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৩৫৪/৫০৬ পেনাল কোড-১৮৬০এর এজাহারনামীয় ০১ নং আসামী, মোঃ মনোয়ার হোসেন(৪০), পিতা-হাফেজ মোহাম্মদ সোলাইমান ,স্থায়ী: গ্রাম- উত্তর সাগরদী( মনার বাড়ি), ০৯ নং ওয়ার্ড, ০৭ নং বামনী ইউপি, থানা- রায়পুর, জেলা -লক্ষ্মীপুরকে গ্রেফতার করেন। উক্ত আসামী তাহার পিতা হাফেজ মোঃ ছোলায়মান তথা, মামলার বাদীকে বিভিন্ন সময়ে মারধরসহ মানসিকভাবে নির্যাতন করিয়া আসিতেছিল । বাদীর অভিযোগের ভিত্তিতে রায়পুর থানার অফিসার ইনচার্জ সাহেব আলোচ্য মামলাটি রুজু করিয়া আসামীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।