সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি রায়পুরে কিশোরী অপহরণ মামলায় দীপেন ও জহির গ্রেপ্তার  লক্ষ্মীপুর পৌরসভার সড়কের পাশে আবর্জনার স্তূপ, নির্গত দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ লক্ষ্মীপুরে শিক্ষক- শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে স্কুল শিক্ষক ও শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, শিক্ষিকার স্বামীর অভিযোগ লক্ষ্মীপুর ২ আসনের মানবিক এমপি নুরউদ্দিন আলিফ মীম হাসপাতালের শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা বিএমএ ও স্বাচিপের সভাপতি ডা: জাকির হোসেন উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ না নিতে এমপি আনোয়ার খাঁনকে চিঠি লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট রহমত উল্যাহ বিপ্লবের কিছু কথা লক্ষ্মীপুরের কৃতিসন্তান আনোয়ারুল হক ছলেমা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল ফার্মারের  জন্মদিনে তিনি সকলের আশির্বাদ /দোয়া প্রার্থী লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউপি নির্বাচনে মীর শাহআলম চেয়ারম্যান নির্বাচিত
রামগতিতে নকল স্বর্নের বার দেখিয়ে প্রতারণার অভেযোগে গ্রেপ্তার ৪

রামগতিতে নকল স্বর্নের বার দেখিয়ে প্রতারণার অভেযোগে গ্রেপ্তার ৪

ভিবি নিউজ ডেস্কঃ
লক্ষ্মীপুরের রামগতিতে নকল স্বর্নের বার দেখিয়ে প্রতারণার মাধ্যমে আসল স্বর্ন হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের চার জনকে বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত- ১। মোঃ সুমন (২৫), পিতা-আলী এরশাদ, সাং-পশ্চিম চরসীতা (ইব্রাহিম মিয়ার বাড়ী), থানা-রামগতি, ২। মোঃ রাজীব (২৬), পিতা-মৃত শাহ আলম, সাং-চর পাগলা (হাজী আবিদ আলীর বাড়ী), থানা-কমলনগর, ৩। আবদুল হাশিম (৩০), পিতা-মৃত মোঃ আলী, সাং-উত্তর চর মনসা (হাজী আবিদ আলীর বাড়ী), থানা-লক্ষ্মীপুর সদর, সর্বজেলা-লক্ষ্মীপুর, এবং ৪। মোঃ সেলিম (৪৫), পিতা-মৃত হাসানুজ্জামান, সাং-কালিয়ারচর (মতিন মেম্বারের বাড়ী), পোঃ আজঘরা, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা, বর্তমান সাং-উত্তর চর মনসা (হাজী আবিদ আলীর বাড়ী), থানা- সদর, জেলা-লক্ষ্মীপুর।

পুলিশ সুত্র জানায়, রামগতি থানায় গত চার নভেম্বর দায়েরকৃত ২নং মামলায় অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে উপপরিদর্শক মোঃ মজিবুর রহমান তপাদারসহ একটি ইউনিট ৪ নভেম্বর বৃহস্পতিবার অভিযান চালায়। এসময় নকল স্বর্নবার দেখিয়ে প্রতারণা করার অভিযোগে দায়ের করা মামলায় প্রতারক চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত চার প্রতারকের দখল হইতে ১। স্বর্নের একজোড়া কানপাশা, ওজন ০৬ আনা, মূল্য অনুমান ২০,০০০/- টাকা, ২। ৩টি নকল স্বর্নের বার, ৩। নগদ ৩,২২০/-টাকা, ৪। ১০টি পাথরের টুকরা ও ৫। একটি সিএনজি অটোরিক্সা, যাহার রেজিঃ নং-লক্ষ্মীপুর-থ-১১-১১২৩ আলামত উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রতারণা করার অভিযোগে থানায় নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com