সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
রামগতিতে নকল স্বর্নের বার দেখিয়ে প্রতারণার অভেযোগে গ্রেপ্তার ৪

রামগতিতে নকল স্বর্নের বার দেখিয়ে প্রতারণার অভেযোগে গ্রেপ্তার ৪

ভিবি নিউজ ডেস্কঃ
লক্ষ্মীপুরের রামগতিতে নকল স্বর্নের বার দেখিয়ে প্রতারণার মাধ্যমে আসল স্বর্ন হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের চার জনকে বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত- ১। মোঃ সুমন (২৫), পিতা-আলী এরশাদ, সাং-পশ্চিম চরসীতা (ইব্রাহিম মিয়ার বাড়ী), থানা-রামগতি, ২। মোঃ রাজীব (২৬), পিতা-মৃত শাহ আলম, সাং-চর পাগলা (হাজী আবিদ আলীর বাড়ী), থানা-কমলনগর, ৩। আবদুল হাশিম (৩০), পিতা-মৃত মোঃ আলী, সাং-উত্তর চর মনসা (হাজী আবিদ আলীর বাড়ী), থানা-লক্ষ্মীপুর সদর, সর্বজেলা-লক্ষ্মীপুর, এবং ৪। মোঃ সেলিম (৪৫), পিতা-মৃত হাসানুজ্জামান, সাং-কালিয়ারচর (মতিন মেম্বারের বাড়ী), পোঃ আজঘরা, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা, বর্তমান সাং-উত্তর চর মনসা (হাজী আবিদ আলীর বাড়ী), থানা- সদর, জেলা-লক্ষ্মীপুর।

পুলিশ সুত্র জানায়, রামগতি থানায় গত চার নভেম্বর দায়েরকৃত ২নং মামলায় অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে উপপরিদর্শক মোঃ মজিবুর রহমান তপাদারসহ একটি ইউনিট ৪ নভেম্বর বৃহস্পতিবার অভিযান চালায়। এসময় নকল স্বর্নবার দেখিয়ে প্রতারণা করার অভিযোগে দায়ের করা মামলায় প্রতারক চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত চার প্রতারকের দখল হইতে ১। স্বর্নের একজোড়া কানপাশা, ওজন ০৬ আনা, মূল্য অনুমান ২০,০০০/- টাকা, ২। ৩টি নকল স্বর্নের বার, ৩। নগদ ৩,২২০/-টাকা, ৪। ১০টি পাথরের টুকরা ও ৫। একটি সিএনজি অটোরিক্সা, যাহার রেজিঃ নং-লক্ষ্মীপুর-থ-১১-১১২৩ আলামত উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রতারণা করার অভিযোগে থানায় নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।