সংবাদ শিরোনামঃ
জনগনের সুস্বাস্থ্যের জন্য চাই নিরাপদ খাদ্য রায়পুরে  সন্ত্রাসী তান্ডব চালিয়ে লুটপাট ও মাছ ঘাট দখলের অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ইউনিয়ন বিএনপির মাধ্যমে পানিবন্ধীদের ত্রান বিতরন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন “ লক্ষ্মীপুরে কলেজ অধ্যক্ষের অপসারণ চেয়ে শিক্ষক- কর্মচারীদের বিক্ষোভ বাংলাদেশের মুমূর্ষু শিশু শুভমকে নতুন জীবন দিয়েছেন ভারতের ডাঃ সঞ্জীব দেববর্মণ কোটা আন্দোলনে মৃত্যুর সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি রায়পুরে কিশোরী অপহরণ মামলায় দীপেন ও জহির গ্রেপ্তার  লক্ষ্মীপুর পৌরসভার সড়কের পাশে আবর্জনার স্তূপ, নির্গত দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ লক্ষ্মীপুরে শিক্ষক- শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ
রামগতিতে জোড়া খুনের মামলার আসামী গ্রেপ্তার

রামগতিতে জোড়া খুনের মামলার আসামী গ্রেপ্তার

ভি বি রায় চৌধুরী -লক্ষ্মীপুরের রামগতিতে জোড়া খুনের মামলার আসামী পুলিশের হাতে গ্রেপ্তার। ১৪ সেপ্টেম্বর ২০২৩ ইং রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার স্বাক্ষরিত একটি প্রেস রিলিজ থেকে জানা গেছে, স্ত্রী ও শশুর কে খুন করা যুবক জাকির হোসেন সুমন কে পুলিশ গ্রেপ্তার করে। আসামি জাকিরের বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগে রামগতি থানার মামলা নং- ১২ তারিখ- ১৪/০৯/২০২৩ইং, ধারা-৪৪৮/৩০২/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড।

জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ সন্ধ্যা অনুমান ৬’৩০ ঘটিকার সময় রামগতি থানাধীন চর বাদাম ইউনিয়নের পশ্চিম চর কলাকোপা সাকিনের আবুল বাসারের বসতঘরের কক্ষে অনধিকার প্রবেশ করে আসামী জাকির হোসেন সুমন(৩৩), পিতা-জয়নাল আবেদীন, মাতা-শাহীদা বেগম, সাং-পশ্চিম লক্ষ্মীপুর (উকিল বাড়ী), ০৪নং ওয়ার্ড, দালাল বাজার ইউনিয়ন, থানা-লক্ষ্মীপুর সদর, জেলা-লক্ষ্মীপুর পারিবারিক কলহের জেরে তার সাবেক শ্বশুড় ১। আবুল বাসার(৫৮), পিতা-মৃত তোবারক আলী ও তার সাবেক স্ত্রী ২। রাশেদা বেগম(২৩), পিতা-মৃত আবুল বাসার, উভয়সাং-পশ্চিম চর কলাকোপা, ০৯নং ওয়ার্ড, চর বাদাম ইউপি, থানা-রামগতি, জেলা-লক্ষ্মীপুরদ্বয়কে ধারালো ছুরি দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারীভাবে কুপিয়ে হত্যা করে এবং শ্বাশুড়ি আংকুরি বেগমকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে ছোরা হাতে আশেপাশের লোকজনকে ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ স্থানীয় লোকজনসহ সারারাত আসামি সুমনকে গ্রেফতারের জন্য তল্লাশি চালায় এবং চেকপোস্ট করে। ১৪/০৯/২৩ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকায় রামগতি ও কমলনগর থানার সীমান্ত করুনানগর বাজার এলাকা হতে আসামীকে গ্রেফতার করে। আসামীর দেখানো মতে তার ফেলে দেওয়া ছোরা পুকুর হতে উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা যায় গেছে, বিগত ৫/৬ বছর পূর্বে আসামীর সাথে তার স্ত্রী রাশেদা বেগমের বিবাহ হয়। বৈবাহিক জীবনে আসামী জাকির হোসেন সুমন যৌতুকের জন্য বিভিন্ন সময়ে রাশেদা বেগমকে মারধর করতো যে কারনে বিগত অনুমান ০৫ মাস পূর্বে রাশেদা বেগম তার পিত্রালয়ে চলে আসে এবং আসামি সুমনকে ডিভোর্স দেয়। গত ১৪/০৮/২০২৩ইং তারিখ আসামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর গত ২১/০৮/২০২৩ইং তারিখ রাশেদা বেগম(২৩) পূনরায় আবদুল কাদের(৩৩) নামক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। উক্ত বিষয়টি আসামী জানতে পেরে রাশেদা বেগমের প্রতি ক্ষিপ্ত হয় এবং ঘটনার তারিখ ও সময়ে হত্যাকান্ড ঘটায়। রাশেদা বেগমের মাতা আংকুরি বেগম বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।
মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ) আসাদুর রহমান লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।মামলার তদন্ত অব্যাহত আছে।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com