সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি রায়পুরে কিশোরী অপহরণ মামলায় দীপেন ও জহির গ্রেপ্তার  লক্ষ্মীপুর পৌরসভার সড়কের পাশে আবর্জনার স্তূপ, নির্গত দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ লক্ষ্মীপুরে শিক্ষক- শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে স্কুল শিক্ষক ও শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, শিক্ষিকার স্বামীর অভিযোগ লক্ষ্মীপুর ২ আসনের মানবিক এমপি নুরউদ্দিন আলিফ মীম হাসপাতালের শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা বিএমএ ও স্বাচিপের সভাপতি ডা: জাকির হোসেন উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ না নিতে এমপি আনোয়ার খাঁনকে চিঠি লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট রহমত উল্যাহ বিপ্লবের কিছু কথা লক্ষ্মীপুরের কৃতিসন্তান আনোয়ারুল হক ছলেমা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল ফার্মারের  জন্মদিনে তিনি সকলের আশির্বাদ /দোয়া প্রার্থী লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউপি নির্বাচনে মীর শাহআলম চেয়ারম্যান নির্বাচিত
রামগঞ্জে ২নং ওয়ার্ডে ডালিম ও উটপাখি প্রতিক প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

রামগঞ্জে ২নং ওয়ার্ডে ডালিম ও উটপাখি প্রতিক প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

ভিবি নিউজ ডেস্কঃ
আগামী ৩০ জানুয়ারি লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় অনুষ্ঠব্য নির্বাচনে ২নং ওয়ার্ডে ডালিম ও উটপাখি প্রতিক প্রার্থীদের পক্ষে বুধবার বেপরোয়া শোডাউন করার খবর পাওয়া গেছে। ২৭ জানুয়ারী বিকেলে কাউন্সিলর পদে ডালিম মার্কার মোঃ খালেদ পাটোয়ারি (বাদশা) এবং উটপাখি প্রতিকের কামাল হোসেনের পক্ষে নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করে মটর সাইকেল ও পিক আপ ব্যবহার করার অভিযোগ করেছেন একই ওয়ার্ডের ব্লাকবোর্ড মার্কার প্রতিদন্ধী প্রার্থী আবু সুফিয়ান।
জানা যায়, বাঁশঘর, মধুপুর ও কমরদিয়া এলাকার অংশ নিয়ে ২নং ওয়ার্ডে ডালিম প্রতিকের কাউন্সিল প্রার্থী মোঃ খালেদ পাটোয়ারি (বাদশা) বুধবার বিকেল প্রায় দুই ঘন্টাব্যাপী পঞ্চাশটির মত মোটর সাইকেল নিয়ে বাঁশঘর প্রাইমারি স্কুল থেকে শুরু করে উত্তর বাঁশঘর, পূর্ব বাঁশঘর, কমরদিয়া, মধুপুর হয়ে আবার বাঁশঘর প্রাইমারি স্কুলের সামনে এসে শেষ করে। একই সময়ে উটপাখি মার্কার প্রার্থী কামাল হোসেন পিক আপ করে বৃহৎ আকারের সাউন্ড বক্সের মাধ্যমে শব্দ দুষন করে ২নং ওয়ার্ডস্হ পুরো এলাকায় বেপরোয়া শোডাউন করে।
স্হানীয় একাধিক এলাকাবাসী জানান, এভাবে মোটর সাইকেল, পিক আপ গাড়ী ও বিকট আওয়াজের সাউন্ড বক্স এবং মাইকিংয়ের মাধ্যমে শোডাউনের কারনে এলাকায় এক ধরনে আতংক বিরাজ করছে।
একই ওয়ার্ডের ব্লাকবোর্ড মার্কার কাউন্সিল প্রার্থী আবু সুফিয়ান ভুঁইয়া বলেন, আমার প্রতিদন্ধী ডালিম মার্কার প্রার্থী মোঃ খালেদ পাটোয়ারি (বাদশা) মটর সাইকেল দিয়ে ও উটপাখি মার্কার প্রার্থী কামাল হোসেন পিক আপ করে বিকট আওয়াজের সাউন্ড সিস্টেম করে শোডাউন করায় এলাকার ভোটারদের মধ্যে ক্ষোভ বিড়াজ করছে।

মটর সাইকেলে শেডাউন করে আচারণ বিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে ডালিম মার্কার প্রার্থী মোঃ খালেদ পাটোয়ারি (বাদশা) বলেন, অন্যান্য প্রার্থীরা যেভাবে প্রচার-প্রচারণা করেছে আমিও সেভাবে করেছি।
এদিকে উটপাখি মার্কার প্রার্থী কামাল হোসেন পিকআপ করে বিকট আওয়াজ করে আচারণ বিধি লঙ্ঘনের বিষয়ে বক্তব্যে বলেন ভুল হয়ে গেছে।

জানা গেছে, এ নির্বাচনে অতীতের তুলনায় এবার প্রার্থীর সংখ্যা বেশী। মেয়র পদে ৪ জন প্রার্থীর মধ্যে নৌকার প্রচারণা গণসংযোগ ব্যতিত অন্য কাহারো গণসংযোগ দেখা যাচ্ছে না।
কাউন্সিলর ও সংরক্ষিত পদে মোট ৬৫ জন প্রার্থী মাঠে ময়দানে গণসংযোগ ব্যস্ত। তবে প্রতিটি ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর ও সংরক্ষিত পদে একজন প্রার্থী থাকলেও আওয়ামীলীগের সমর্থিত প্রার্থীর সংখ্যা বেশী।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com