রামগঞ্জে মটর সাইকেল ছিনতাইয়ের আসামী রাকিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি

মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বালুয়া চৌমূহনী থেকে ছিনতাই হওয়া মটর সাইকেল সহ রাকিব নামে এক যুবককে নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকা থেকে ২২ জুলাই পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাকিব (২৫) নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আমকি এলাকার লোকমান হোসেনের পুত্র। আসামী রাকিব সংশ্লিষ্ঠ আদালতের মাননীয় বিচারকের নিকট আজ বৃহস্পতিবার দুপুরে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

পুলিশ সুত্র জানায়, গত ১৭ জুলাই সকাল বেলা রামগঞ্জ মডেল কলেজের শিক্ষক সমর দাসকে বালুয়া চৌমুহনী ব্র্যাক অফিসের সামনে মুখোশধারী ৪জন ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে তার মটর সাইকেল, মোবাইল ফোন সেট, নগদ টাকা লুট করে নিয়ে যায়। এব্যাপারে তিনি বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা করেন। পরবর্তীতে চাটখিল, সোনাইমুড়ী থানা এলাকায় পুলিশের যৌথ অভিযানে রাকিবের নিকট থেকে ছিনতাইকৃত মটর সাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়

এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন বৃহস্পতিবার বিকেলে বলেন, আমাদের থানায় এব্যাপারে মামলা হওয়ার পরে পার্শ্ববর্তী জেলা নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশের সহযোগিতায় ছিনতাই হওয়া মটর সাইকেলসহ উক্ত আসামীকে আমরা গ্রেপ্তার করি।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করলে ছিনতাই মামলার আসামী রাকিব সংশ্লিষ্ঠ আদালতের মাননীয় বিচারকের নিকট আজ ২৩ জুলাই দুপুরে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *