ভিবি নিউজ ডেস্ক ঃ
ঐ দেখা যায় নীল আকাশে
পূর্ণিমার ঐ চাঁদ।
বঙ্গবন্ধুর সোনার বাংলায়, আজ
নেইযে কোন খাঁদ।
নীল আকাশে শুখতারাটাও
মন উজাড় করে হাসে।
মজিব কন্যা শেখ হাসিনা
আছে দেশের পাশে।
পদ্মা,মেঘনা , যমুনা আর গৌরী
বাংলাদেশে বয়।
সুজলা, সুফলা, শষ্য শেমলা
আজও দেশে রয়।
শিতল হাওয়ার, শিতল পরষ
সৃষ্টি কর্তার দান।
সারা বিশ্বে বাংলাদেশের
আজও অনেক সন্মান।
তোমারা চল- চল- চল
একবার বাংলাদেশে চল।
তোমারা বল- বল- বল
একবার বাংলায় কথা বল।
তোমারা চল- চল- চল
বঙ্গবন্ধুর সোনার বাংলা চল।
মন হবে সুশীতল, মন হবে সুশীতল।