ভিবি নিউজ ডেস্কঃ কমলনগর প্রতিনিধি
ঐ ভ্রমর গুলোও দেখি সদায়,
গুন গুনিয়ে ফুলের মধু পায়।
যেই মধু ফুরিয়ে যায়,
আর ফিরে না তাকায়।
আবার
ফুলের গায়ে যখন দোলা লাগে,
সবাই সুখে হাসে আগে ভাগে।
যখনই ফুল শুকিয়ে পড়ে,
সাবাই দেখি কেটে পড়ে।
আমি ভাবি বসে হায়রে হায়,
স্বর্থ ফুরালে কেউ থাকেনা,
কি হবে উপায় ?
এ কেমন আচার বিধি বল ?
এ কেমন বিচার ?
তুমি হলে দয়াল বিধি,
তোমার সৃষ্টি কেন অনাচার?
বিধি হে -বিধি হে -বিধি হে,
করুনা নিধি হে -নিধি হে ।