বল,বল বিধি, সদায় তুমি কার?
তুমি কি সাকার নাকি নিরাকার?
হাজারো জল্পনা, হাজারো কল্পনা,
কি হবে জীবের আসল আচার?
বল,বল বিধি, তুমি কার?
তোমার,
এই সৃষ্টিতে আমি এক দিক হারা,
সবই আমার ভুলে ভরা,
সুন্দর এই বসুন্ধরা,
সত্য খুজি বার বার।
বল, বল বিধি তুমি কার।
যদি সাকার হবে তুমি,
কোথায় পাবো আমি,
দেখা দাও তুমি শুধু একবার।
বল,বল বিধি তুমি কার?
আবার
নিরাকার হয়ে যদি, শূন্যে রবে নরবধী,
সৃষ্টিটা কেন সাকার?
জানি দন্দটাও মুছে যাবে,
জীবের,
যদি সাকারের দেহটাও পুঁচে যাবে,
ঐ শূণ্য আকাশে আত্মাটা ও কি,
রবে নিরাকার ?
বল, বল বিধি, তুমি কি সাকার,
নাকি শুধুই নিরাকার?