ভিবি নিউজ-বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) মহোদয় অদ্য ১৫ জুলাই ২০২০খ্রি. তারিখ বাংলাদেশ পুলিশের সকল রেঞ্জ, মহানগর, র্যাব, সিআইডি, পিবিআই, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ পুলিশ ও সকল জেলার পুলিশ সুপারদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পবিত্র ঈদ-উল-আযহা-২০২০ উদযাপন এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয় সভা কক্ষে উক্ত ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন অত্র জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা মহোদয়সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।