বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কমলনগরে আ’লীগের প্রতিবাদ সভা

ভাস্কর মজুমদারঃ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর সোমবার বিকেলে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক মহাসড়কের হাজিরহাট বাজারে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা করে স্হানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংঘটনের নেতাকর্মীরা।

এতে উপস্হুত ছিলেন, কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নরুল আমিন মাষ্টার, সাধারণ সম্পাদক এ্যড. নুরুল আমিন রাজু, সিনিয়র সহ সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোশারফ হোসেন রাসেল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মহিউদ্দিন সোহেল, কৃষকলীগের সভাপতি ডাক্তার হারুনের রশীদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, চরকাদীরা ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি নুর ইসলাম সাগর, সাধারন সম্পাদক ডালিম কুমার দাস, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইউছুপ আলী মিয়া, চর ফলকন ইউনিয়নের চেয়ারম্যান হাজি হারুনর রশিদ, চরকাদীরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক তাঁতিলীগের সভাপতি আশ্রাফ উদ্দিন রাজু, কালকিনি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইছলাম চৌধুরী, তোরাবগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজি শাহেআলম, ৩নং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বকুলুর রহমান। চর ফলকন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাসেম ফলোয়ান, সাহেবের হাট ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, হাজিরহাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি পার্থী মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি প্রার্থী মনিরুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী যোগল কান্তি ভৌমিক, হাজিরহাট ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ভাস্কর মজুমদার, সাধারন সম্পাদক নিত্যানন্দ সেন, উপজেলা আওয়ামীলীগ নেতা এস আই মানিক ও দলের বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী।

নেতৃবৃন্দ এসময় বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার কাজে তিনি ছিলেন অবিসংবাদিত একজন নেতা। এই বাংলার মাটিতে তার অবমাননা কোন ভাবেই মেনে নেওয়া হবে না। যারা বঙ্গবন্ধুর অবমাননা করে তারা এই দেশ ও জনগণের শত্রু, আমরা দোষীদের আইনের আওতায় এনে যথাযথ বিচারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *