ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন

ভি বি রায় চৌধুরী –

ব্যস্ত সড়ক লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজারে যানজট নিত্যদিনের সমস্যা। যানজট উপেক্ষা করেই প্রতিনিয়ত মানুষ নিজেদের কর্মক্ষেত্রে বেরিয়ে পড়ছে। রাস্তায় অতিরিক্ত যানজট থাকায় মানুষ পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছাচ্ছে। ফুটপাত শুধু রাস্তা বা সড়কের সৌন্দর্যই বাড়ায় না। পথচারীদের নিরাপদে হাঁটা ও চলাচলের উপযুক্ত স্থান ফুটপাত । প্রশস্ত ফুটপাতের কারণে যানজট বা দুর্ঘটনাও কমে অনেক। ব্যস্ত বাজার সড়ক যানজটমুক্ত রাখতে স্বল্প দূরত্বে হেঁটে চলারও কোনো বিকল্প নেই। কিন্তু এই ফুটপাত কি আসলেই পথচারীদের জন্য? কিন্তু শহরের ফুটপাতগুলোতে যেন পা ফেলার জায়গা নেই । তেমনি উপশহর দালাল বাজারেও নানাভাবে এগুলো দখলকৃত। প্রায় সব ফুটপাতই দখলদার দের দখলে। বাজারের সব ফুটপাত ও সড়ক দখল করে রেখেছে ব্যবসায়ীরা। ফলে ফুটপাতে যাতায়াত করা দুরূহ হয়ে পড়েছে।
ব্যাবসা কারণে ফুটপাত দখল হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন কর্মব্যস্ত মানুষ, শিক্ষার্থী, নারী ও শিশুরা। পথচারীদের তা ব্যবহার করার সুযোগ ও উপায় নেই। চলতে গেলেই সব সময় বিপাকে পড়তে হয় তাদের। ফুটপাত আর রাস্তার একাংশ দখল করে, অর্থাৎ হাঁটার অধিকারকে তোয়াক্কা না করে হকারদের ব্যবসা করাটা সবার গা সওয়া হয়ে গেছে। পথচারীদের অবাধ যাতায়াতের সুবিধার জন্য ফুটপাত মেরামত করার মাধ্যমে পথচারী হাঁটার উপযুক্ত করা প্রয়োজন। ফুটপাতকে নাগরিক জীবনে ফিরিয়ে দেওয়া প্রশাসনের অতীব জরুরি একটি

কাজ। ফুটপাত মূলত পথচারীদের জন্য। ফুটপাতে কোনো ধরনের দোকানপাট থাকতে পারে না। বিভিন্ন হাট বাজারে ফুটপাতে জেঁকে বসা অবৈধ দখলদার দের অন্যত্র ব্যবসা বাণিজ্য চালানোর বন্দোবস্ত করে দিয়ে ফুটপাতে নির্ভেজাল সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নিতে হবে। এটি শুধু উপশহরের সৌন্দর্য বৃদ্ধির সাথে জড়িত নয়, বরং যানজট সমস্যা নিরসনেও গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *