ভিবি নিউজ-লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন আরিফ আজ ১৩ মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৭ নং বামনী ও ৬ নং কেরোয়া ইউনিয়নের হত দরিদ্র অসহায় জনসাধারণ মাঝে বিতরণ করেন বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।
আজ ১৩ মে সকালে স্ব-স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হোসেন আরিফের উপস্থিতে উপহার সামগ্রী বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন, ৭নং বামনী ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন, ৬নং কেরোয়া ইউপি চেয়ারম্যান শাহজান কামাল,৭নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী ও কে এস পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাসনাত সুমন পাটওয়ারী সহ প্রমূখ।
লক্ষ্মীপুর জেলা পরিষদের ০৬ নং ওয়ার্ড়ের সদস্য শাখাওয়াত হোসেন আরিফ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহাজান মহোদয়ের সহযোগিতায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবিদের মাঝে ৭৫ লাখ টাকা ব্যয়ে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগে নেয়া হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার সকালে রায়পুর উপজেলা ৭ নং বামনি ও ৬ নং কেরোয়া ইউনিয়ন পরিষদ হত দরিদ্র অসহায় জনসাধারণের মাঝে চাল, ডাল, তেল, ছোলা ও শিশু খাদ্যসহ ৮টি পন্যকে প্যাকেটজাত করে বিতরণ করা হয় ।