ভিবি নিউজ ডেস্ক:
প্রকৃত ধর্ম জানা থাকলে সাম্প্রদায়িক হামলা হতো না। আমরা যেই ধর্মেরই হই না কেন আমাদের ধর্মকে ভালো ভাবে জানতে হবে। সকল ধর্মই কল্যাণকর। কোন ধর্মই মানুষের অকল্যান চায় না। প্রতিটি ধর্মই মানুষের কল্যাণ চায়। যে ধর্মে মানুষের কল্যাণ নেই সেটা কোন ধর্ম নয়। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে সবাই ভাই ভাই। ধর্মান্ধরাই মসজিদ-মন্দিরে হামলা চালাচ্ছে। ১৯ নভেম্বর শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের বঙ্কু বিহারী জিউ আখড়ায় শ্রীবিগ্রহ পুন:প্রতিষ্ঠা ও শুভ মহোৎসব অনুষ্ঠান উদ্বোধনী বক্তব্যে উদ্বোধক হিসেবে এসব কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সঞ্জয় চক্রবর্তী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছায়া রানী চক্রবর্তী। বঙ্কু বিহারী জিউ আখড়ার সাধারন সম্পাদক চিত্ত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সমবায় বিভাগের পরিদর্শক বিপ্লব চক্রবর্তী, লক্ষ্মীপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড. রতন লাল ভৌমিক, দরবেশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ভৌমিক, লক্ষ্মীপুর যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এড. প্রহলাদ সাহা রবি।
শংকর মজুমদারের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, লিঠন সাহা, ধীরেন্দ দাসগুপ্ত, কৃষ্ণধন দাস, পরেশ দেবনাথ, সঞ্জয় দেবনাথ প্রমুখ।