সংবাদ শিরোনামঃ
দেশব্যাপি বাড়ছে সামাজিক অপরাধ, দরকার জরুরি পদক্ষেপ বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন ফ্রি মেডিকেল ক্যাম্প: সৌজন্যে আলিফ মীম হাসপাতাল লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন ঔষধ কোম্পানি গুলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নিতে গড়িমসি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা লক্ষ্মীপুরে অস্ত্র -গুলি সহ যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার, লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি লক্ষ্মীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড,মাকসুদ কামালকে ফুলেল শুভেচ্ছা প্রদান দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ
পশ্চিম লক্ষ্মীপুরের কবির হোসেন কে হুমকি ধমকি দেওয়ায় রুবেল পাটোয়ারী গং দের বিরুদ্ধে সাধারন ডায়রি

পশ্চিম লক্ষ্মীপুরের কবির হোসেন কে হুমকি ধমকি দেওয়ায় রুবেল পাটোয়ারী গং দের বিরুদ্ধে সাধারন ডায়রি

 

ভিবি নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর (মঠ বাড়ির) আব্দুল হাসিম মিঞার পুত্র, দালাল বাজার এনকে উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কবির হোসেন কে মৃত ইউছুফ মাস্টারের পুত্র রুবেল পাটোয়ারী গংরা হুমকি ধমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি বাদী হইয়া গত ১১ মে ২০২৩ ইং তারিখে লক্ষ্মীপুর মডেল থানায় একটি সাধারন ডায়রি করেন, যাহার ৬৬৪/২৩ তারিখ ১১/০৫/২০২৩.
জানা যায় কবির হোসেনের চাচী পশ্চিম লক্ষ্মীপুর নিবাসী জেসমিন বেগমের জায়গাজমি নিয়া বিরোধ থাকায় কবির হোসেন চাচীর পক্ষ হইয়া শালিশ বৈঠকে অংশগ্রহণ করিলে বিবাদী -রুবেল পাটোয়ারীর নেতৃত্বে লতিফ ব্যাপারী, খোরশেধ মিঞা,সুমন হোসেন, আপন,বাবু সহ কবির হোসেন কে আপত্তিকর কথাবার্তা বলে। তৎবিষয়ে কবির হোসেন প্রতিবাদ করিলে উপরোক্ত বিবাদীগণ ১০মে ২০২৩ ইং তারিখ দুপুরে ঘটনাস্থলে তাকে মারিতে দ্ত হয়। রবর্তিতে কবির হোসেনের শোর চিৎকারে লোকজন ঘটনাস্থলে আসিলে রুবেল পাটোয়ারীর নেতৃত্বে থাকা বিবাদীগণ বাদী কবির হোসেন ও তার পরিবারভুক্ত লোকজনকে প্রানে হত্যা করিয়া লাশ গোপন করিবে বলিয়া হুকমি ধমকি দেয়। তিনি আরো বলেন উক্ত ঘটনার দিন ১ নং বিবাদী আমাকে একা পাইয়া প্রানে হত্যা করিয়া লাশ গোপন করিবে বলিয়া হুমকি ধমকি দেয়।