ভিবি নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর (মঠ বাড়ির) আব্দুল হাসিম মিঞার পুত্র, দালাল বাজার এনকে উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কবির হোসেন কে মৃত ইউছুফ মাস্টারের পুত্র রুবেল পাটোয়ারী গংরা হুমকি ধমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি বাদী হইয়া গত ১১ মে ২০২৩ ইং তারিখে লক্ষ্মীপুর মডেল থানায় একটি সাধারন ডায়রি করেন, যাহার ৬৬৪/২৩ তারিখ ১১/০৫/২০২৩.
জানা যায় কবির হোসেনের চাচী পশ্চিম লক্ষ্মীপুর নিবাসী জেসমিন বেগমের জায়গাজমি নিয়া বিরোধ থাকায় কবির হোসেন চাচীর পক্ষ হইয়া শালিশ বৈঠকে অংশগ্রহণ করিলে বিবাদী -রুবেল পাটোয়ারীর নেতৃত্বে লতিফ ব্যাপারী, খোরশেধ মিঞা,সুমন হোসেন, আপন,বাবু সহ কবির হোসেন কে আপত্তিকর কথাবার্তা বলে। তৎবিষয়ে কবির হোসেন প্রতিবাদ করিলে উপরোক্ত বিবাদীগণ ১০মে ২০২৩ ইং তারিখ দুপুরে ঘটনাস্থলে তাকে মারিতে দ্ত হয়। রবর্তিতে কবির হোসেনের শোর চিৎকারে লোকজন ঘটনাস্থলে আসিলে রুবেল পাটোয়ারীর নেতৃত্বে থাকা বিবাদীগণ বাদী কবির হোসেন ও তার পরিবারভুক্ত লোকজনকে প্রানে হত্যা করিয়া লাশ গোপন করিবে বলিয়া হুকমি ধমকি দেয়। তিনি আরো বলেন উক্ত ঘটনার দিন ১ নং বিবাদী আমাকে একা পাইয়া প্রানে হত্যা করিয়া লাশ গোপন করিবে বলিয়া হুমকি ধমকি দেয়।