সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন ঔষধ কোম্পানি গুলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নিতে গড়িমসি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা লক্ষ্মীপুরে অস্ত্র -গুলি সহ যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার, লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি লক্ষ্মীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড,মাকসুদ কামালকে ফুলেল শুভেচ্ছা প্রদান দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান পবিত্র ঈদে মিলাদুন্নবী স্বরণে মেহেদী হাসান রাসেলের কুরআন ও হাদিসের আলোকে উপস্থাপন  লক্ষ্মীপুরে নতুন পুলিশ সুপার আকতার হোসেন লক্ষ্মীপুরে যুবদল নেতা ইকবালের নেতৃত্বে সৌদি প্রবাসীর জমি দখল করে দেওয়ার অভিযোগ
পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ড,কামারুজ্জামানের বিদায় কালে লক্ষ্মীপুর বাসির উদ্যেশে কিছু কথা

পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ড,কামারুজ্জামানের বিদায় কালে লক্ষ্মীপুর বাসির উদ্যেশে কিছু কথা

ভিবি নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের বিদায়ী পুলিশ সুপার( সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) বিদায় কালে বলেন, আমি বিগত ২৮ জুলাই ২০১৯ খ্রি. তারিখে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের পর লক্ষ্মীপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাসহ জনগণের জান মালের নিরাপত্তা বিধান, অসহায় ও নির্যাতিত মানুষের আইনি সেবা নিশ্চিত করা, নারী শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের আইনগত অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে গিয়েছি। লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে আপনাদের অকুন্ঠ সমর্থন আমাকে আমার দায়িত্ব পালনে আরও মনোযোগী করে তুলেছিল। সকলের সার্বিক সহযোগিতায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার, পরোয়ানাভূক্ত আসামি গ্রেফতার, মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মাদক সেবীদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়ে তাদের পূনর্বাসন করা, চাঞ্চল্যকর হত্যা, চুরি/ডাকাতি মামলার রহস্য উন্মোচন করা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠা করা সহজতর হয়েছে। আপনাদের সহযোগিতায় ২০২০ সালের মার্চ থেকে বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, দূর্নীতি মুক্ত সমাজ গঠন সর্বোপরি আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ইত্যাদি কাজে আপনাদের সহযোগিতা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করেছে। আপনাদের একান্ত সহযোগিতায় জাতীয় সংসদের লক্ষ্মীপুর-০২ আসনের উপ-নির্বাচনসহ লক্ষ্মীপুর জেলার রামগতি, রামগঞ্জ, রায়পুর ও লক্ষ্মীপুর পৌরসভা সহ ইউনিয়ন পরিষদের সাধারণ ও উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। লক্ষ্মীপুর জেলা পুলিশের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স প্রদানের জন্য ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, প্রবাসী কল্যাণ ডেস্ক ও ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম চালু করা হয়েছে। পুলিশ সদস্যদের কাজের প্রতি মনোবল অক্ষুন্ন রাখার লক্ষ্যে জেলা পুলিশ লাইনসহ সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র ও ক্যাম্পের সংস্কার করা হয়েছে। এছাড়া জেলার অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করে চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার, লক্ষ্মীপুর সদর থানাধীন তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক এবং রামগতি থানাধীন চর গজারিয়ায় পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে মেঘনা নদীর ভাঁঙ্গনে বাস্তচ্যুত মানুষদের কবরস্থ করার জন্য লক্ষ্মীপুর সদর থানাধীন ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা সুতারগোপ্তা এলাকায় কবরস্থান সহ একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। পুলিশ সুপার হিসেবে জেলার আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ প্রশাসনিক কাজে সমন্বয় সাধন করতে গিয়ে আপনাদের একান্ত সহযোগিতা পেয়েছি। আমি মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব পালনে ছিলাম অবিচল। আপনাদের অকৃত্রিম সহযোগিতা ও অকুন্ঠ সমর্থনে আজকের এই বদলে যাওয়া লক্ষ্মীপুর। তাই পুলিশ সুপার হিসেবে বিদায় বেলায় আপনাদেরকে জানাচ্ছি আমার হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা।

আপনাদের সকলের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।

শুভেচ্ছান্তে
ড. এ এইচ এম কামরুজ্জামান, পিপিএম-সেবা
পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)
লক্ষ্মীপুর