ভি বি রায় চৌধুরী -লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর থানার সাবেক (ওসি) ইন্সপেক্টর থেকে সদ্য সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ তোতা মিয়াকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার পদে বদলি হওয়ায় লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
লক্ষ্মীপুরের বিভিন্ন থানার সাবেক অফিসার ইনচার্জ ও বর্তমানে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত পুলিশ পরিদর্শক তোতা মিয়াকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার খবর পাওয়া গেছে। ১৬ ফেব্রুয়ারী বুধবার মহামান্য রাস্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ সচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৩৫ জন পুলিশ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়। এতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ও রায়পুর থানার সাবেক অফিসার ইনচার্জ ও বর্তমানে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে ডি আই ওয়ান পদে কর্মরত পুলিশ পরিদর্শক তোতা মিয়াকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়।।
এ বিষয়ে জানতে চাইলে সদ্য ইন্সপেক্টর থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি
প্রাপ্ত মোঃ তোতা মিয়ার কাছে মুঠোফোন জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া জানিয়ে এবং দেশ ও জনগনের সেবায় সঠিকভাবে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।