ভিবি নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য প্রকৌশলী খোকন চন্দ্র পাল। এসময় তিনি সাংবাদিকের সাথে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রথমেই আমি শ্রদ্ধার সাথে স্বরন করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সাথে সাথে শ্রদ্ধার নিবেদন করছি জাতির শ্রেষ্ঠ সন্তান মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া সকল বীরদের। এছাড়া স্বরন করছি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের। আরও স্বরন করি জাতীয় চার নেতাসহ পচাত্তরের ১৫ আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হওয়া বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের।
বিজয়ের মাসে আমি একটি কথা বার বার বলি, সত্তরের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতিকে বিজয় অর্জন করার পরেও পাকিস্তানি স্বৈরশাসকেরা গন রায়কে অবজ্ঞা করায় এদেশের সাধারণ মানুষের মনে নৌকা মার্কার পক্ষে ইমেজ তৈরি হয়। আগামী ২৬ ডিসেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক আহবায়ক সাইফুল ইসলাম পলাশ, কমলমগর উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রার্থী এবং লক্ষ্মীপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল হকের কনিষ্ঠ পুত্র মাহাবুবুল ইসলাম দোলন, কমলনগরের হাজিরহাট উপকূল কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লোকমান হোসেন, কমলনগর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ রায়হান, কমলনগর উপজেলার বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও হাজির হাট ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ভাস্কর মজুমদার, কমলনগরের হাজির হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ সেলিম, কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাবেক ইউপি সদস্য মোঃ সবুজ, চর লরেন্স ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী সভাপতি আবুল কাসেম খোকন, কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি রতন মজুমদার, কমলনগর উপজেলা যুবলীগের সাবেক সদস্য আকবর হোসেন, কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সমির চন্দ্র দাস, জেলা ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক সেবাব নেওয়াজ, জেলা ছাত্রলীগের সাবেক উপ পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জুয়েল, পৌর ছাত্রলীগ নেতা প্রান্ত কুমার দেবনাথ, পৌর ছাত্রলীগ নেতা রায়হান হোসেন নিসাদ, পৌর ছাত্রলীগ নেতা মোহাম্মদ মহিনুদ্দিন বিজয়, পৌর ছাত্রলীগ নেতা সাকিল নেওয়াজ, পৌর ছাত্রলীগ নেতা মোঃ সামছুল আলম, কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্র লীগের সভাপতি কাকন শীলসহ প্রমুখ।