স্টাফ রিপোর্টার ভি বি রায় চৌধুরী
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নে করোনাভাইরাসে মারা যাওয়া ইতালি প্রবাসীর স্ত্রীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ওই প্রবাসীর স্ত্রীর করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল। তিনি বলেন, উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের ওই নারী তিন মাসের অন্তঃসত্ত্বা। তার চিকিৎসার ব্যাপারে সিভিল সার্জন সিদ্ধান্ত নেবেন। এদিকে করোনাভাইরাসে মারা যাওয়া ইতালি প্রবাসীর স্ত্রীর করোনা পজিটিভ রিপোর্ট আসায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এবং উদ্বেগ বিরাজ করছে। ওই এলাকার নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম জানান, চিকিৎসক দল করোনায় আক্রান্ত ওই নারীর বাড়িতে গিয়ে চিকিৎসা সহ প্রয়োজনীয় পরামর্শ দিয়ে এসেছেন। তার চিকিৎসা কোথায় হবে তা নিয়ে আলোচনা হচ্ছে। বিষয়টি মানবিক তাই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত ৫ নভেম্বর ইতালি থেকে বাংলাদেশে এসেছিলেন ওই প্রবাসী। এরপর কয়েক দফায় তার বিদেশফেরত বন্ধুদের সঙ্গে দেখা করতে তিনি ঢাকায় গিয়েছিলেন। এছাড়াও ইতালি দুতাবাসে গিয়েছিলেন কয়েক বার। গত কয়েক দিন ধরে তিনি সর্দি ও জ্বরে ভুগছিলেন। গত ৮ এপ্রিল বিকেলে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ৯ এপ্রিল ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে ১১ এপ্রিল সকালে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। সিভিল সার্জন ডা. মমিনুর রহমান জানান, নোয়াখালীতে এ পর্যন্ত ২৭০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১৪৫ জনের নেগেটিভ ও দুইজনের পজিটিভ রিপোর্ট এসেছে। বাকিদের রিপোর্ট এখনও আসেনি।