বিশেষ প্রতিনিধিঃ- করোনাকে জয় করে ফিরেছেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইমতিয়াজ। রবিবার বিকেলে দ্বিতীয় দফার করোনা পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম।
সোমবার সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ সাংবাদিকদের জানান, গত ৯ এপ্রিল নমুনা সংগ্রহের পর আইইডিসিআরে পাঠানো হলে পরীক্ষায় করোনা পজিটিভ আসে আমার। এরপর আইসোলেশনে ছিলাম। গত বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। শনিবার (১৮ এপ্রিল) পুনরায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। ওই পরীক্ষায়ও রিপোর্ট নেগেটিভ আসে।’
তিনি আরও বলেন, ‘পরপর দুটি পরীক্ষায় করোনা নেগেটিভ হওয়ায় আমি এখন করোনামুক্ত। আমি এখন পুরোপুরি সুস্থ।
সিভিল সার্জন আরও বলেন, ‘১৪ দিনে কোয়ারেন্টাইনের মধ্যে ১২ দিন শেষ হয়েছে। আর দুদিন বাড়িতে থাকার পর স্বাভাবিক নিয়মে অফিসে যাতায়াতসহ সবকিছু করতে পারব।’
উল্লেখ্য যে, ৯ এপ্রিল জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজের নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হন। এরপর থেকে বাড়িতে আইসোলেশনে চলে যান। তার জায়গায় জেলা সিভিল সার্জন দায়িত্ব দেওয়া হয় স্বাস্থ্য বিভাগের ঢাকা বিভাগীয় সহকারী পরিচালক (প্রশাসন) চৌধুরী ইকবাল বাহারকে।
এর আগে করোনা পজিটিভ ধরা পড়ায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম আইসোলেশনে চলে যান।
জেলা স্বাস্থ অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে নারায়ণগঞ্জকে চিহ্নিত করেছে আইইডিসিআর। ৮ এপ্রিল থেকে করোনা পরিস্থিতির কারণে নারায়ণগঞ্জ জেলাকে লক ডাউন ঘোষণা করে আইএসপিআর। সর্বশেষ সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩০। ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৬ জন। সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৬ জন। নারায়ণগঞ্জে করোনার হটস্পট নারায়ণগঞ্জ সিটি, সদর ও বন্দর উপজেলা।
(সংগৃহীত তথ্য)