দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার হুমায়ুন কবীর খোকন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি।
তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না বলে খবর প্রকাশ করেছে সময়ের আলো অনলাইন। চিকিৎসকদের বরাত দিয়ে সময়ের আলো অনলাইন জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তবে তার মধ্যে করোনার উপসর্গ ছিলো না।
তার এই অসময়ে চলে যাওয়ায় সাংবাদিক সমাজের নেমে এসেছে শোকের ছায়া। সাংবাদিক সংগঠনগুলোও তার মৃত্যুতে শোক জানিয়েছে।
তাঁর এই অকাল মৃত্যুতে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে গভীর শোকপ্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় ।