সংবাদ শিরোনামঃ
দেশব্যাপি বাড়ছে সামাজিক অপরাধ, দরকার জরুরি পদক্ষেপ বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন ফ্রি মেডিকেল ক্যাম্প: সৌজন্যে আলিফ মীম হাসপাতাল লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন ঔষধ কোম্পানি গুলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নিতে গড়িমসি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা লক্ষ্মীপুরে অস্ত্র -গুলি সহ যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার, লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি লক্ষ্মীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড,মাকসুদ কামালকে ফুলেল শুভেচ্ছা প্রদান দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ
দেশে ৭০ ভাগ মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ!

দেশে ৭০ ভাগ মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ!

স্টাফ রিপোর্টার

দেশে প্রতি চারজনে একজন হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের রোগী এবং ৭০ ভাগ মৃত্যুর জন্য এটি দায়ী বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (এনসিডিসি) অধ্যাপক ডা. রোবেদ আমিন। গতকাল বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২২ উপলক্ষে আয়োজতি মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. রোবেদ আমিন বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে সাধারণত ৫০ বছরের পর উচ্চরক্তচাপ দেখা যায়। তবে বাংলাদেশে অনেক আগেই এটি পাওয়া যায়। এমনকি ১৮ বছরের নিচে এখন অনেকে এরোগে আক্রান্ত।

তিনি বলেন, উচ্চ রক্তচাপ একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা। এটি নিয়ন্ত্রণে রাখতে না পারলে কার্ডিওভাস্কুলারে মৃত্যুর হার বাড়বে যা বর্তমানে মোট মৃত্যুর প্রায় ৭০ ভাগ। আর সরাসরি ৩০ ভাগ মৃত্যু হয় হারপারটেনশনের কারণে। আমাদের প্রধান সমস্যা আমাদের খাদ্য অভ্যাস। আমাদের প্রতিদিন ৯ গ্রাম লবণ খাওয়া হয় অথচ প্রয়োজন ৫ গ্রাম। আমরা যেসব ভাজা-পোড়া ও ফাস্টফুড খাই সেগুলোতে লবণের পরিমাণ অনেক বেশি। এর পরিবর্তে আমাদের সহজ খাদ্য যেমন- শাক-সবজি ও

ফল বেশি খাওয়া প্রয়োজন। এছাড়া বর্তমানে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিও কম। প্রতিদিন গড়ে ৩০ মিনিটও ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে না অনেকের। আর অতিরিক্ত স্ট্রেসও এই সমস্যার অন্যতম কারণ। তিনি জানান, এ বছর সকল কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক পর্যায়ে ব্লাড পেশার পরিমাপের জন্য ডিজিটাল মেশিন দেয়া হবে যেন সঠিকভাবে ব্লাডপেসার পরীক্ষা করা যায়। এছাড়া এলসিডি কর্নার করা হচ্ছে ২০০ টি উপজেলা কমপ্লেক্স পর্যায়ে। এতে ডিজিটাল মেশিনে হাত রাখলেই মাপা হয়ে যাবে ব্লাড পেশার, কারো সহযোগিতা লাগবে না। এ বিষয়ে ৩টি ওষুধও বিনামূল্যে বিতরণ করার চেষ্টা করা হচ্ছে।

ডা. রোবেদ আমিন বলেন, আমরা সিলেটের চারটি উপজেলায় পরীক্ষামূলকভাবে স্ক্রিনিং কার্যক্রম শুরু করি এবং তার পরিসর বেড়েছে। এসব জায়গায় আমরা নিয়মিতভাবে রোগীদের উচ্চরক্তচাপ পরীক্ষা করি এবং ওষুধ দিচ্ছি। বর্তমানে এই কার্যক্রমে ৮০ টি উপজেলায় ১ লাখের বেশি রোগীর তথ্য আমরা অ্যাপের মাধ্যমে পাচ্ছি এবং তাদের সুরক্ষা দিচ্ছি। এসব রোগীর মধ্যে শতকরা ৫৭ ভাগ রোগীর উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে আছে, যা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। কেন না বিশ্বের উন্নত দেশগুলোতেও এটি নিয়ন্ত্রণের হার ১২ থেকে ১৫ ভাগ। আরো বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব

ও গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী। তিনি বলেন, গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ থাকলে সমস্যা হতে পারে। শিশুর বিভিন্ন সমস্যাসহ মৃত্যু পর্যন্ত হতে পারে মায়ের উচ্চ রক্তচাপের কারণে। এছাড়া কিডনির বিভিন্ন সমস্যাও এর থেকে শুরু হয়। আয়োজনে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক। তিনি বলেন, শুধুমাত্র হাসপাতাল করে এই সমস্যা নিয়ন্ত্রণ সম্ভব নয়। এই বিষয়ে আমাদের আরো সচেতন হতে হবে এবং এটিকে একটি

সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের ও স্বাস্থ্য অধিদফতরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার (১) ডা. ফজলে এলাহী খান।