দৃষ্টি-আকর্ষণ এম ডি অগ্রণী ব্যাংক, উপশহরে সম্পূর্ণ রুপে ব্যাংক বন্ধ ঘোষণায় জনদুর্ভোগ চরমে
- আপডেটের সময়
Sunday, April 19, 2020
-
1219 কতজন পড়েছেন
- স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার, এই বাজারটি ঢাকা-রায়পুর মহাসড়কের পাশেই অবস্থিত। দুর-দুরান্ত গন্তব্যে যেতে হলে এই উপশহর পেরিয়ে যেতে হয়, উপরন্তু লক্ষ্মীপুর সদর উপজেলার চারটি ইউনিয়ন বাসির যোগাযোগের কেন্দ্রস্থলও এই দালাল বাজার। সেই কারনে জনগণের কথা চিন্তা করে প্রশাসনের সহযোগিতায় ১৯৭৮ সনে একমাত্র প্রথম এই বাজারে জনগণের লেনদেন এর সুবিধার্থে ব্যাংক হিসাবে এখানে অগ্রণী ব্যাংক স্থাপিত হওয়ায় চারটি ইউনিয়নের প্রায় পনের হাজার গ্রাহকের একাউন্ট আজ ১৯ এপ্রিল ২০২০ ইং পর্যন্ত এই ব্যাংকে খোলা হয়েছে বলে সূত্র থেকে জানা যায়।
এদিকে সারা বিশ্বে আতঙ্কিত মহামারী করোনাভাইরাস সঙ্কটে জেলাপ্রশাসক অঞ্জন চন্দ্র পাল মহোদয়ের নির্দেশে লকডাউন হওয়ায় জনগণ সরকারের নিয়মনীতি বজায় রেখে ঘরে ঘরে অবস্থান করছেন। জীবন-জীবিকার জন্য অর্থের প্রয়োজন অথচ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় লক্ষ্মীপুর শহরের সাথে যোগাযোগ প্রায় বন্ধ, এদিকে দালাল বাজার অগ্রণী ব্যাংক বন্ধ ঘোষণায় অর্থ সঙ্কটে জনগণের ভোগান্তি চরমে। ব্যাংকে টাকার থাকার পরেও সীমাহীন কষ্টে দিনাতিপাত করছেন অত্র এলাকাবাসি।এমতাবস্থায় নিদিষ্ট সময়ে জনগণের ভোগান্তি লাঘবে অগ্রণী ব্যাংক দালাল বাজার শাখা খোলা রাখার অনুমতি প্রদান করিতে আপনার দৃষ্টি আকর্ষণ ঃ