ভিবি নিউজ ২৪.কমঃ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগ পৃথক কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎতে মিলিত হওয়ার খবর পাওয়া গেছে। ৫ মে বৃহস্পতিবার সন্ধায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আলাদা আলাদাভাবে ঈদ পরবর্তী সৌজন্যে সাক্ষাৎ মিলিত হন। উভয় পক্ষই নেতাকর্মীদের সাথে সৌজন্যে সাক্ষাতের ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেন। এতে করে দালাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের গ্রুপিংয়ের বিষয়টি দলের নেতাকর্মীদের মাঝে স্পষ্ট হয়।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মাস্টারের নিকট মুঠোফোনে এ প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের কেহ যদি পৃথকভাবে কোথাও বসে কথা বলেন, তাতে করে কি গ্রুপিং হয়ে যায়? দালাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগে কোনো গ্রুপিং নেই বলে তিনি দাবী করেন।
অন্যদিকে দালাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবের হোসেন চৌধুরী নিকট মুঠোফোন জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বসে নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী সাক্ষাতে মিলিত হই।