নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের দালাল বাজারে আ’লীগ নেতা জাহাঙ্গীর পাটোয়ারী সড়ক দুর্ঘটনায় স্ত্রী-পুত্রসহ আহত হয়েছেন। ১৮ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার সময় সদর উপজেলার দালাল বাজার থেকে স্ত্রী-পুত্রসহ নিজ বাড়ী পাশ্ববর্তী মহাদেবপুরে যাওয়ার পথে মাইলের মাথা নামক স্হানে ব্যাটারী চালিত অটোরিকশা ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। অটোরিকশাটি হঠাৎ করে মস্তান মসজিদ আঞ্চলিক সড়ক থেকে প্রধান সড়কে এসে জাহাঙ্গীর পাটোয়ারী মটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে স্ত্রী-পু্ত্রসহ তিনি শরীরের নানান জায়গায় ব্যাথা পান। পরে দালাল বাজার বাংলাদেশ ফার্মেসীতে এসে প্রাথমি চিকিৎসা নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নেয়ার পরে স্হানীয় চিকিৎসকের পরামর্শে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় খবর পেয়ে ছুটে আসেন লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সিনিয়র সহ সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবির বিপ্লব, দালাল বাজার ইউনিয়ন পরিষদের ৩ ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ আলম হিরনসহ প্রমুখ।