বিশেষ প্রতিনিধি-নোয়াখালী জেলার মাইজদীতে অবস্থিত প্রাইম হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা প্রদানের ক্ষেত্রে তথ্য গোপনের অভিযোগে ১৪ এপ্রিল থেকে পরবর্তী চৌদ্দ দিনের জন্য উক্ত হাসপাতাল টি কে লকডাউন ঘোষণা করেছে সিভিল সার্জন, নোয়াখালী। এই সংক্রান্ত একটি নোটিশ গত ১৩ এপ্রিল প্রাইম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বরাবরে সিভিল সার্জন, নোয়াখালী ডা. মো: মোমিনুর রহমান প্রেরণ করে। নোটিশে জানানো হয়, ইটালি প্রবাসী মৃত মোরশেদ আলম গত ৫ এপ্রিল প্রাইম হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়ে ৫০৪ নং রুমে চিকিৎসাধীন ছিলো। করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের স্যাম্পল সংগ্রহের বিষয়ে সিভিল সার্জন অফিসকে অবহিত করার কথা থাকলেও প্রাইম হাসপাতাল কর্তৃপক্ষ তা করেন নি। পরবর্তীকালে রোগীর অবস্থার অবনতি হলে রোগীকে ঢাকায় প্রেরণ করা হয় এবং রোগী মারা যাওয়ার পর আইইডিসিআর রিপোর্টে করোনা ভাইরাস ধরা পড়ে।যার প্রেক্ষিতে জনসাধারণের সার্বিক নিরাপত্তা ও ভর্তিকৃত রোগীদের নিরাপত্তার স্বার্থে ১৩ এপ্রিল রাত ১২.০০ ঘটিকা হইতে পরবর্তী চৌদ্দ দিন লকডাউন ঘোষণা করা হয়।এ সময়ে প্রতিষ্ঠানটি খালি করে জীবাণূমুক্ত করা এবং একই সাথে উক্ত হসপিটালের সকল চিকিৎসক, নার্স ও কর্মচারীদের চৌদ্দ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ প্রদান করা হয়।