ঢাকায় জ্বর ও শ্বাসকষ্টে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে, তবে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েনি। মৃত আসলাম রহমান (৪৪) দৈনিক ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক ছিলেন। তাকে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোরের কাগজে আসলামের সহকর্মী রাশেদ আলী বলেন, গত কয়েকদিন ধরে আসলাম রহমান জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রাতে শান্তিবাগের বাসায় শ্বাসকষ্টে অচেতন হয়ে পড়েন। পরে অফিসের
গাড়ি দিয়ে তাকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। করোনাভাইরাস মহামারীর এই সময়ে এক্ই ধরনের লক্ষণ নিয়ে সমপ্রতি দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন ও জ্যেষ্ঠ সহ সম্পাদক মাহমুদুল হাকিম অপু মারা গিয়েছিলেন। মৃত্যুর পর হুমায়ুনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। রাশেদ আলী বলেন, সন্দেহ হওয়ায় কয়েকদিন আগেই পরীক্ষা করিয়েছিলেন আসলাম, কিন্তু তাতে তার দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েনি। চার দিন আগে বাসাবো এলাকায় করোনাভাইরাস পরীক্ষার জন্য দুটি বুথ রয়েছে, সেখানে নমুনা দিয়েছিল এবং পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল। আসলামের বাড়ি মাদারীপুরে। দুই সন্তানের জনক আসলাম বাংলাদেশে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।
আইজিপির শোক প্রকাশ: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক আসলাম রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল শুক্রবার সকালে এক শোকবার্তায় আইজিপি বলেন, আসলাম ছিলেন নিষ্ঠাবান সাংবাদিক, অত্যন্ত বিনয়ী ও অমায়িক একজন মানুষ। ক্রাইম রিপোর্টার হিসেবে সমাজের অন্যায় ও অসত্যের বিরুদ্ধে কলম ধরার ক্ষেত্রে তিনি ছিলেন এক আপোষহীন যোদ্ধা। তার সঙ্গে বাংলাদেশ পুলিশের ছিল সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক পেশাগত সুসম্পর্ক। তার অকাল মৃত্যুতে আমরা এক আপনজনকে হারালাম। আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।