ভিবি নিউজ ডেস্ক: ক্ষ্মীপুর জেলা কমল নগর উপজেলার
ভাস্কর মজুমদার কমল নগর উপজেলা ৭ নং হাজির হাট ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কমল নগর উপজেলা বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষা কেন্দ্রে প্রতিষ্ঠাতা সভাপতি কমল নগর উপজেলা বাংলাদেশ পূজা উদজাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি জাতীয় দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার স্টাফ রিপোর্টার এবং ইলেক্ট্রনিক মিডিয়া এশিয়ান টিভি কমল নগর উপজেলা প্রতিনিধি এবার জ্যোতিষ বিদ্যা ( গ্রহ,নক্ষত্র,ভাগ্য রাশি, হস্তরেখা গননা দেহে পাথর ধারন ভবিষ্যত রাশি গননা ) প্রথম বর্ষে সাফল্যের সাথে প্রথম বিভাগে উত্তির্ণ হয়েছেন।
জানা যায় তিনি বৃহত্তর রামগতি উপজেলার ৭১ সালে মহান মুক্তিযোদ্ধে প্রথম শহীদ বেনু মজুমদারের ভাতিজা ও বীর মুক্তিযোদ্ধা ডাক্তার পরিমলেন্দু মজুমদারের সন্তান।