ভিবি নিউজ ডেস্ক:
☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️
আগস্ট জাতীয় শোক দিবস
রক্তে ভেজা বাংলায় লাখ লাখ মানুষ শোকাতহ।
কি অপরাধ তোমার ?
কেন তোমাকে হত্যা করা হলো ?
জাতীর কাছে এই প্রশ্ন সবার।
রাত পোহালে যদি শুনা যেত তুমি বেঁচে আছ,
বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম জাতির পিতা।
স্বাধীনতার ঘোষক তুমি,
রনাঙ্গনে তুমি বীর সেনাপতি
লাখো মানুষের মনে সাড়া জাগে
মুজিব তোমার সংগ্রামী আহবানে,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
কাঁদো বাঙ্গালি কাঁদো হয়ে শোকাতহ
আর না তুমি আসিবে ফিরে, জাতি শোকে মর্মাতহ।
এখনো ভোর হয়নি, পাখি ডাকেনি,
মসজিদের মিনারে মুয়াজ্জিন আযান দেয়নি,
কিসের আওয়াজ আসলো ভেসে
মুজিব তুমি নেই বাংলার মসনদে,
অশ্রু ঝরে সবার চোখে শুধু তোমাকে ভালোবেসে।
যত দিন রবে এই বিশ্ব ভুবন,
তুমি আছ থাকবে, মনের হৃদয়ে চিরজীবন।।
☢️👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈☢️