সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন ঔষধ কোম্পানি গুলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নিতে গড়িমসি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা লক্ষ্মীপুরে অস্ত্র -গুলি সহ যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার, লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি লক্ষ্মীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড,মাকসুদ কামালকে ফুলেল শুভেচ্ছা প্রদান দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান পবিত্র ঈদে মিলাদুন্নবী স্বরণে মেহেদী হাসান রাসেলের কুরআন ও হাদিসের আলোকে উপস্থাপন  লক্ষ্মীপুরে নতুন পুলিশ সুপার আকতার হোসেন লক্ষ্মীপুরে যুবদল নেতা ইকবালের নেতৃত্বে সৌদি প্রবাসীর জমি দখল করে দেওয়ার অভিযোগ
ছবি না তুলেই রামগতি-কমলনগরের ৪শ কর্মহীন মানুষকে খাদ্য দিল ‘স্বপ্ন নিয়ে’

ছবি না তুলেই রামগতি-কমলনগরের ৪শ কর্মহীন মানুষকে খাদ্য দিল ‘স্বপ্ন নিয়ে’

করোনা ভাইরাসের সময়কালে ঘরে বন্দী কর্মহীন ৪শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিল সামাজিক সংগঠন “স্বপ্ন নিয়ে”। ৬ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগর উপজেলার কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয় সংগঠনের স্বেচ্ছাসেবিরা।

সহায়তা দেয়ার সময় কোন ধরনের ছবি তোলা সংগঠনের পক্ষ থেকে নিষেধ ছিল। এ সংগঠনের সহায়তা প্রাপ্ত কমলনগরের উত্তর চর লরেঞ্চ গ্রামের জুতা সেলাইয়ের কাজ করা এক কর্মজীবি জানান,  গত কয়েক দিন কোন কাজ নেই। অনেক কষ্টের মাঝে এ সহায়তা  অবিশ্বাস্য।

খাদ্য সহায়তার মধ্যে ছিল, চাল, মুসর ডাল, সয়াবিন তেল, পেয়াঁজ এবং সাবান।

অন্যদিকে সংগঠনটি এর আগে লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০ জন ডাক্তারের মাঝে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করে।

স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন , মহামারির এ সময়ে কর্মহীন মানুষের জন্য আমাদের এ সামান্য সহায়তা তাদের জন্য বড় কিছু হতে পারে। তিনি সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

এছাড়াও রামগতি-কমলনগরের সাধারনের জন্য ৪টি হ্যান্ড ওয়াশ ব্লক স্থাপন, মাস্ক , হ্যান্ড গ্লাভস, হ্যান্ড ওয়াশ সামগ্রী , লিফলেট বিতরণ, স্প্রে এর মাধ্যমে জীবানুনাশক ছিটানো, দোকানের সামনে দূরত্ব চিহ্ন, বাড়ি বাড়ি গিয়ে কাউন্সিলিং ও সাবান বিতরণ , বিভিন্ন স্থানে ব্যানার স্থাপনসহ নানা কাজ করছে স্বপ্ন নিয়ে।

স্বপ্ন নিয়ের কার্যক্রমে সহায়তা করতে চাইলে অনুদান পাঠনোর ফোন নাম্বার গুলো:

বিকাশ(Personal)- 019 2623 5538
বিকাশ (Personal)- 016 8693 7962
রকেট(Personal)- 01784399868