সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন ঔষধ কোম্পানি গুলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নিতে গড়িমসি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা লক্ষ্মীপুরে অস্ত্র -গুলি সহ যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার, লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি লক্ষ্মীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড,মাকসুদ কামালকে ফুলেল শুভেচ্ছা প্রদান দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান পবিত্র ঈদে মিলাদুন্নবী স্বরণে মেহেদী হাসান রাসেলের কুরআন ও হাদিসের আলোকে উপস্থাপন  লক্ষ্মীপুরে নতুন পুলিশ সুপার আকতার হোসেন লক্ষ্মীপুরে যুবদল নেতা ইকবালের নেতৃত্বে সৌদি প্রবাসীর জমি দখল করে দেওয়ার অভিযোগ
কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ভি বি রায় চৌধুরী ; লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পশ্চিম রাখালিয়া এলাকায় অবস্থিত স্বনামধন্য প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি সোমবার বিদ্যালয়ের প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে বিভিন্ন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের ৬ষ্ঠ শ্রেনী থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু- কিশোরসহ উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল আমিন বলেন, শিশু- কিশোরদের সুস্থ-সবল ও সুন্দর করে গড়ে তোলার উপযুক্ত সময় হচ্ছে স্কুলজীবন। সুস্থ শরীর গঠনে তাদেরকে নিয়মিত ক্রীড়া- খেলাধুলা ও শরীর চর্চার প্রতি উৎসাহ যোগাতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর দায়িত্ব স্কুলের সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের। শরীর ভালো থাকলে মনও প্রফুল্ল থাকে। তাছাড়া, সুশৃংখল জীবন গঠনে ক্রীড়া- খেলাধুলা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। অধ্যক্ষ শিশু- কিশোরদের নিয়মিত ক্রীড়া অনুশীলনের মাধ্যমে সুস্থ-সুন্দর জীবন গঠন ও ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখার আহবান জানান।   
অনুষ্ঠানে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


সহকারি অধ্যাপক আব্দুল মতিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হক। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রাসেল ইকবাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মাঈন উদ্দিন, প্রফেসর কাজী ফারুকী স্কুল এন্ড কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান ভুঁইয়া, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মামুন বিন জাকারিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, পবিত্র গীতা ও পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা, অতিথিবৃন্দ ক্রীড়াবিদদের মার্চপস্ট উপভোগ করেন। অনুষ্ঠান ঊর্ধ্বতন কর্মকর্তা, কলেজের শিক্ষক- শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ, গণমাধ্যমকর্মি, বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।