স্টাফ রিপোর্টার-সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে মারা যান তিনি। সিলেটে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হয়েছিলেন, গত ৮ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় আনা হয়েছিল।
গত ৫ এপ্রিল বাসায় কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ডা. মঈন উদ্দিন করোনাভাইরাস পরীক্ষায় পজেটিভ হওয়ার পর তাকে প্রথমে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ৮ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে নিজেই চলে গেলেন না ফেরার দেশে।