সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি রায়পুরে কিশোরী অপহরণ মামলায় দীপেন ও জহির গ্রেপ্তার  লক্ষ্মীপুর পৌরসভার সড়কের পাশে আবর্জনার স্তূপ, নির্গত দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ লক্ষ্মীপুরে শিক্ষক- শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে স্কুল শিক্ষক ও শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, শিক্ষিকার স্বামীর অভিযোগ লক্ষ্মীপুর ২ আসনের মানবিক এমপি নুরউদ্দিন আলিফ মীম হাসপাতালের শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা বিএমএ ও স্বাচিপের সভাপতি ডা: জাকির হোসেন উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ না নিতে এমপি আনোয়ার খাঁনকে চিঠি লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট রহমত উল্যাহ বিপ্লবের কিছু কথা লক্ষ্মীপুরের কৃতিসন্তান আনোয়ারুল হক ছলেমা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল ফার্মারের  জন্মদিনে তিনি সকলের আশির্বাদ /দোয়া প্রার্থী লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউপি নির্বাচনে মীর শাহআলম চেয়ারম্যান নির্বাচিত
করোনাভাইরাসে এক দিনে শনাক্ত ৫১২ ও মৃত্যু ২ জন

করোনাভাইরাসে এক দিনে শনাক্ত ৫১২ ও মৃত্যু ২ জন

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটের মধ্যে বাংলাদেশে একদিনে নতুন রোগীর সংখ্যা পাঁচশর উপরেই রয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ৫১২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন ৫০৯ জন করোনাভাইরাস শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর, মৃত্যু হয়েছিল ৭ জনের।
এর আগে সর্বশেষ ১৩ অক্টোবর এর চেয়ে বেশি ৫১১ জন রোগীর সংক্রমণ ধরা পড়েছিল। এরপর থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা পাঁচশর নিচেই ছিল। গত বুধবার দৈনিক শনাক্ত পাঁচশর কাছাকাছি পৌঁছায়। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত শনাক্ত নতুনদের নিয়ে মোট কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জনে। তাদের মধ্যে মোট ২৮ হাজার ৭২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৯০ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন। বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫৪ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৮ কোটি ৬৫ লাখের বেশি রোগী।
বাংলাদেশে গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৪২৯ জনই ঢাকা বিভাগের, যা মোট আক্রান্তের ৮৩ শতাংশের বেশি। যে ২ জন মারা গেছেন, তার ঢাকা ও খুলনা বিভাগের বাসিন্দা। দেশের বাকি ছয় বিভাগে একদিনে করোনাভাইরাসে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৮ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৪৮৮টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২ দশমিক ৭৪ শতাংশ। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের এই হার গত ৮ অক্টোবরের পর সর্বোচ্চ। ওইদিন নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ছিল ২ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত একদিনে যারা মারা যাওয়া ব্যক্তির মধ্যে একজন পুরুষ, একজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ছিল ষাটের বেশি। একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। তারা দুজনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এ বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। এ বছর ৫ ডিসেম্বর কোভিডে মোট মৃত্যু ২৮ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ আগস্ট ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com