কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু
ভিবি নিউজ ডেস্ক রিপোর্ট ::লক্ষ্মীপুর জেলার কমল নগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ নিজাম উদ্দিন ১০/৬/২০২৩ ইং রোজ শনিবার
কমল নগর উপজেলা যুবলীগের সভা চলাকালে অসুস্থ হয়ে পড়েন,তৎক্ষণাত উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রামে এ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে ভর্তি করানো হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা বি এস এইচ হসপিটালে, সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়ার পর সংখ্যা মুক্ত হয়ে নিজ জন্ম স্থান কমল নগরে জনগণের মাঝে ফিরে আসেন ।
সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান আ’লীগ নেতাকে দেখতে মানুষের ভীড় লেগেছে তার বাসায়। কিছু কিছু নেতা কর্মী তাদের প্রিয় নেতাকে ফিরে পেয়ে কেঁদে ফেলতেও দেখা গেছে। বিভিন্ন আলাপ চারিতায় সচেতন মহল মনে করছেন যোগপযোগী সঠিক নেতৃত্ব ও মানুষের সুখ দুঃখে সাধ্যমত উপকার করায় সকল স্তরের মানুষের ভালোবাসার এটাই বহিঃ প্রকাশ ।। এদিকে মোঃ নিজাম উদ্দিনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে রোগ মুক্তি কমনায় মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা করা হয়েছে ।।