কমল নগর প্রতিনিধি ভাস্কর মজুমদার
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় বুধবার মেঘনা নদী থেকে ৮ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও উপুকূলরক্ষী। এসময় তাদের কাছ থেকে ৩টি নৌকা, ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ১টি বাধা জাল এবং ৪০ কেজি ছোট মাছ জব্দ করা হয়।
সুত্র জানায়, ১০ মার্চ বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেঘনা নদীতে মৎস্য বিভাগ লক্ষ্মীপুর ও উপুকূলরক্ষী অভিযান করে এদের আটক করে। পরে বিকালে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে আটকদের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং বয়স বিবেচনায় একজনকে ক্ষমা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান।