ভিবি নিউজ- এমন যদি চিত্র দেশ ব্যাপি আরো সাংসদ দের হোতো,তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর ভিষণ অনেকাংশে সফল বাস্তবায়ন হোতো বলে সূধী জনদের অভিমত।
আবুল কালাম আজাদ, জামালপুর-১ আসনের চার চারবার নির্বাচিত মাননীয় সফল সংসদ সদস্য, চেয়ারম্যান পরিকল্পনা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি,এবং সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। উল্লেখ্য, দেওয়ানগঞ্জের একটি সাধারন হোটেলে ডিম দিয়ে খাবার খাচ্ছেন, নেই স্পেশাল সিকিউরিটি অনেক সময় একাই পায়ে হেটে এলাকায় গণসংযোগ করেন। সত্যকারের একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,একজন সাদা মনের মানুষ হিসেবে তার কাছে অনেক কিছু শেখার আছে। অন্য এমপিদের ও শেখার আছে।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গণমাধ্যমের নিকট বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব ভালো মানুষজনের কথা সে ভাবে উঠে আসেনা, ভাইরালও হয়না। আসলে আমরা নেগেটিভে বেশি আসক্ত।